logo ১৪ মে ২০২৫
ইফাবার ফতোয়াকে ষড়যন্ত্র মনে করেন আলেমরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ জুন, ২০১৫ ২২:৩৮:৩১
image

ঢাকা: মসজিদের ভেতর চেয়ারে বসে নামাজ আদায় জায়েজ নেই মর্মে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া ফতোয়াকে গভীর ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।


সোমবার দেয়া এক বিবৃতিতে এ ঘটনায় ইফার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওলামায়ে কেরামসহ জাতীয় ফতোয়া বোর্ড।


মাওলানা জাফরুল্লাহ খান স্বাক্ষরিত বিবৃতিতে শীর্ষ ওলামায়ে কেরাম ও জাতীয় ফতোয়া বোর্ডের মুফতিরা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের উক্ত ফতোয়া “যাতে বলা হয়েছে- মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় জায়েজ নেই” এটা মূলত ঈমানদারদের আল্লাহর মসজিদ ও ইবাদত থেকে ফিরিয়ে রাখারই সুগভীর চক্রান্তের অংশ।


তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ফতোয়ায় যে সমস্ত দলিল কোড করা হয়েছে তার কোনোটিতেই চেয়ারে নামাজ পড়ার নিষেধাজ্ঞা আদৌই নেই। অথচ কাদের খুশি করার জন্য ইফার মুফতিরা এধরনের মনগড়া ফতোয়া দিতে সাহস করলেন।


বিবৃতিতে স্বাক্ষর করেন, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শাইখ আবদুল মোমিন, শীর্ষ আলেমেদ্বীন রাবেতা আলম আল-ইসলামীর স্থায়ী সদস্য ও সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা সুলতান যওফ নদভী, আল্লামা আব্দুল হালিম বোখারী, আল্লামা আবদুল হালিম, আল্লামা তাজুল ইসলাম, শায়খুল হাদীস আল্লামা শামসুল আলম, খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরীয়ত হাফেজ মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হজুর, মাও. মোহাম্মাদ ইসহাক, মাওলানা আব্দুল লতিফ নেজামী, অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মহিউদ্দীন রব্বানী, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, শাহতলীর পীর মাও. আবুল বাসার, ফরায়েজী আন্দোলনের আমির মাওলানা আব্দুল্লাহ মোঃ হাসান, মুফতি মাওলনা আবদুর রহমান চৌধুরী, মাও. আজিজুল হক ইসলামাবাদী,  ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের আমির মাওলানা আবু তাহের জিহাদী, হক্কানী পীর মাশায়েখ পরিষদের মহাসচিব মাও. শাহ আরিফ বিল্লাহ সিদ্দীকি, খেলাফত যুব আন্দোলনের আমির মুফতি ফখরুল ইসলামসহ শতাধিক ওলামায়ে কেরাম।


(ঢাকাটাইমস/১জুন/জেবি)