logo ১৪ মে ২০২৫
ইসলামী লেখক ফোরামে এনায়েত-বাবর পুনর্নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জুন, ২০১৫ ১৯:১৮:০০
image


ঢাকা: বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের দ্বিতীয় কাউন্সিলে ২০১৫-১৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মুফতি এনায়েতুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে জহির উদ্দিন বাবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আবদুল গাফফার এবং কোষাধ্যক্ষ পদে রোকন রাইয়ান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সংগঠনের দ্বিতীয় কাউন্সিল ও তৃতীয় সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা দুই শতাধিক লেখক অংশ নেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রব্বানী।

কমিটির অন্য দায়িত্বশীলরা হলেনÑ সহসভাপতি সৈয়দ শামছুল হুদা, কাজী আবুল কালাম সিদ্দীক ও মুনীরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাসউদুল কাদির ও গাজী মুহাম্মদ সানাউল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন, আতাউর রহমান খসরু, প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ মুকাররম, তথ্যপ্রযুক্তি সম্পাদক আমিন ইকবাল, সাহিত্য সম্পাদক মীর হেলাল, আন্তর্জাতিক সম্পাদক খন্দকার মুজাম্মিল হক, প্রচার ও দফতর সম্পাদক এমদাদুল হক তাসনিম ও প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম আনছারী।

এছাড়া নির্বাহী কমিটির সদস্যপদ প্রথম বৈঠকে পূরণ করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম। ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই সংগঠনটি যাত্রা শুরু করে।

(ঢাকাটাইমস/৫জুন/এমআর)