logo ১৯ মে ২০২৫
প্রদর্শিত হবে কোরআনের সেই পাণ্ডুলিপি
ঢাকাটাইমস ডেস্ক
২৯ জুলাই, ২০১৫ ০০:২৮:৩৫
image

ঢাকা: সম্প্রতি ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় হতে আবিষ্কৃত ও সংগৃহীত পবিত্র কোরআন শরিফের প্রাচীন পৃষ্ঠাগুলো আগ্রহী দর্শনার্থীদের পরিদর্শনের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে।


ইতোমধ্যেই ওই কোরআন শরিফের পৃষ্ঠাগুলো সাধারণ মানুষ দেখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলে এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। প্রদর্শনীটি ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ‘বারবোর’ উচ্চ আর্টস ইন্সটিটিউটে ২য় অক্টোব থেকে শুরু হয়ে চলবে টানা তিনদিন।  প্রদর্শনীটি থাকবে সবার জন্য উন্মুক্ত।


গবেষকরা জানিয়েছে, কোরআন শরিফের এ পৃষ্ঠাগুলো শেষ নবী হজরত মোহাম্মদ (সা.)-এর জীবদ্দশায় অথবা তার ওফাতের কয়েক বছর পর লেখা হয়েছে।


কোরআন শরিফের পৃষ্ঠাগুলো রেডিওকার্বন ডেটিং করে দেখা গিয়েছে, এ পৃষ্ঠাগুলোর বয়স কমপক্ষে ১৩৭০ বছর। অবশ্য, কিছু গবেষক এ কোরআন শরিফের বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।


বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, কোরআন শরিফের প্রাচীন পৃষ্ঠাগুলো এ বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে রক্ষণাবেক্ষণ করা হবে। তবে গবেষণা এবং প্রদর্শনের জন্য অন্যান্য দেশেও স্থানান্তরিত করা হবে।


(ঢাকাটাইমস/২৯জুলাই/জেবি)