logo ১৮ আগস্ট ২০২৫
হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার
ইসলাম ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০১৫ ২০:৩৭:২২
image

ঢাকা: এবার পবিত্র হজ পালিত হবে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার। তবে এর আনুষ্ঠানিকতা শুরু হবে দুই দিন আগ থেকেই অর্থাৎ সোমবার। ওইদিন সন্ধ্যার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলমান মিনার উদ্দেশ্যে রওনা দেবেন। লাখ লাখ মুসল্লির “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে প্রকম্পিত হবে পবিত্র মিনা।


হজের অংশ হিসেবে বুধবার সকাল পর্যন্ত তারা অবস্থান করবেন মিনায়। সেখানে হাজিরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় জিকির-আজকার ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সময় কাটাবেন। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন জামাতের সঙ্গে।


বুধবার খুব ভোরে আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন হাজিরা। সেখানে হজের খুতবা শুনবেন এবং এক আজানে জোহর ও আসরের (জুহরাইন) নামাজ আদায় করবেন। সন্ধ্যায় মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ত্যাগ করবেন। মুজদালিফায় পৌঁছে আবারও এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ।


রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাতযাপন করবেন। সেখান থেকে তারা মিনার জামারায় (প্রতীকী) শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ শেষে আবার ফিরে আসবেন মিনায়।


পরদিন সকালে অর্থাৎ শুক্রবার জামারাতে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির পর পুরুষরা মাথা মুণ্ডনের মধ্য দিয়ে ইহরাম ত্যাগের মাধ্যমে হজের মূল কার্যক্রম শেষ করবেন। এরপর পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন।


এ বছর প্রায় ৩০ লাখ মুসলমান হজ পালন করছেন। এরমধে বাংলাদেশি রয়েছে লক্ষাধিক।


(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/জেবি)