logo ১৯ মে ২০২৫
প্রবীণদের প্রতি সম্মান, ইসলামের নির্দেশ
ইসলাম ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৩৫:৪৬
image

ঢাকা: আগামীকাল ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করবে। প্রবীণ দিবসের এবারের প্রতিপাদ্য “নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভুক্তি সুনিশ্চিত করুন।”

প্রবীণদের প্রতি সম্মান দেখানো সব সমাজেরই অনুসরণীয় রীতি। ইসলাম বিশেষভাবে তাদের প্রতি সম্মান দেখানোর কথা বলেছে। এক হাদিসে আছে, রাসুল সা. বলেন, আমি স্বপ্নে দেখলাম, আমি যেন একটি মেসওয়াক দিয়ে দাঁত মাজছি। এ সময় আমার কাছে দুজন লোক এলো, একজন (বয়সে) অপরজনের চেয়ে বড়। আমি তাদের মধ্যে বয়োকনিষ্ঠকে মেসওয়াক দিতে উদ্যোগী হলে আমাকে বলা হলো, বড়কে দিন। অতএব আমি তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠাকে মেসওয়াক দিলাম।


মর্যাদাবান ব্যক্তিকে তার প্রাপ্য মর্যাদা দেয়া মহানবীর শিক্ষা।


হাদিসে আছে, ‘যারা বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করে না তারা আমাদের সমাজভুক্ত নয়।  আজ আমাদের প্রবীণরা বড় অসহায় ও অবহেলার পাত্র। যার পরিপ্রেক্ষিতে বৃদ্ধাশ্রমের ধারণা সমাজে চালু হয়ে গেছে। একজন বৃদ্ধ-বৃদ্ধা তার আত্মীয়-পরিজন পরিবেষ্টিত হয়ে জীবনের শেষ দিনগুলো কাটাবে এটাই স্বাভাবিক। এর ব্যতিক্রম আচরণ যে কতটা কষ্টের তা বলে বুঝানো মুশকিল।

আমাদের সবার উচিত- যারা প্রবীণ, আমাদের বয়োজ্যেষ্ঠ তারা যেন যথাযথ ভক্তি ও সম্মান পান। আমাদের বুঝতে হবে- যে দয়া করে না, সে দয়া পায় না।


(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/জেবি)