logo ১৯ মে ২০২৫
৩৫ বছর ধরে হজের খুতবায় সেই অন্ধ মুফতি
ইসলাম ডেস্ক, ঢাকাটাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৫ ১৩:৩৬:৪৮
image

ঢাকা: লাখ লাখ হাজির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। সূর্যোদয় থেকে শুরু করে সূর্যান্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবে হাজিরা। এসময় তারা জীবনের সব গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন।


৬৩২ খ্রিস্টাব্দে হজ পালনকালে আরাফাতের ময়দানে খুতবা বা ভাষণ দেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)। ইসলামের ইতিহাসে যা বিদায় হজের ভাষণ হিসাবে পরিচিত।


হজের দ্বিতীয় দিনে আরাফাতের মাঠে অবস্থানকালে জাবালে রাহমাত টিলার শীর্ষে দাঁড়িয়ে উপস্থিত সমবেত মুসলমানদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এ ভাষণে তিনি মুসলমানদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেন। সেই রীতি অনুসারে প্রতিবছর হজের সময় হাজিদের উদ্দেশে খুতবা দেওয়া হয়।


বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা এবং বাংলাদেশ সময় দুপুর সোয়া ৩টায় আরাফার ময়দান সংলগ্ন মসজিদে নামিরায় হজের খুতবা দিবেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ।


সারা বিশ্বের বিভিন্ন টেলিভিশন চ্যানেল হজের খুতবা ও হাজিদের আরাফায় অবস্থান সরাসরি সম্প্রচার করবে।


এটি সৌদি গ্র্যান্ড মুফতির ৩৫তম হজের খুতবা। ৭৪ বছর বয়সী গ্রান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ ১৪০২ সাল থেকে হজের খুতবা দিয়ে আসছেন। তিনি ১৭ বছর বয়সে দৃষ্টি হারান। ১৯৯৯ সালের জুন মানে তিনি গ্র্যান্ড মুফতির দায়িত্ব পান।


সৌদি আরবের বাদশা, রাজ পরিবারের সদস্য ও ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বসে হজের খুতবা শুনবেন।


গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ ১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্মগ্রহণ করেন। ৮ বছর বয়সে তিনি পিতৃহারা হন। জন্মসূত্রেই তিনি ছিলেন দুর্বল দৃষ্টিশক্তির। পরে ১৭ বছর বয়সে একেবারে দৃষ্টিশক্তি হারান।


মাত্র ১২ বছর বয়সে তিনি পবিত্র কোরআনে কারিমের হেফজ সম্পন্ন করেন। হিজরি ১৩৮৩-৮৪ শিক্ষাবর্ষে তিনি ফিকাহ বিষয়ক কলেজ হতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।


১৩৯২ সাল পর্যন্ত ‘ইমামুদ দাওয়াহ আল ইলমি’তে শিক্ষকতা করেন। ১৪০৭ হিজরি সালে সৌদি আরবের ওলামা পরিষদের সদস্য পদলাভ করেন।


(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এমআর)