হজের খুতবায় উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনা
ঢাকাটাইমস ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০১৫ ১৭:১৬:২৮

ঢাকা: মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও শান্তি-সমৃদ্ধি কামনায় শেষ হয়েছে এবারের হজের খুতবা। এতে মুসলমানদেরকে সন্ত্রাস ও নৈরাজ্যের পথ পরিহার করে শান্তির পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বুধবার আরাফার ময়দানের মসজিদে নামিরায় স্থানীয় সময় দুপুর ১২টার কিছু পরে শুরু হয়ে ১২টা ৪৪ মিনিটে খুতবা শেষ হয়। প্রতিবারের মতো এবারও হজের খুতবা দেন সৌদি গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ।
বিভিন্ন টেলিভিশন চ্যানেল হজের খুতবা ও হাজিদের আরাফায় অবস্থান সরাসরি সম্প্রচার করে। খুতবার পর এক আজান ও দুই একামতে জোহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা।
খুতবায় হজের ইমাম বলেন, হে মানবমণ্ডলী! ইসলাম শান্তির ধর্ম। এখানে সন্ত্রাসের কোনো স্থান নেই। ইসলামে শুধু মানবাধিকার নয়, পশুর অধিকার সম্পর্কেও বলা হয়েছে। ইসলাম সাদা-কালো, ধনী-গরিবের মধ্যে কোনো পার্থক্য করেনি। এমনকি ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেও নিষেধ করেছে।
সম্প্রতি মক্কায় ক্রেন দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। হজের ব্যবস্থাপনায় জড়িতদের দোয়া করেন।
খুতবার শেষ দিকে গ্র্যান্ড মুফতি বিশ্ব নেতাদের উদ্দেশে বলেন, আসুন, সবাই মিলে পাঁচটি মৌলিক অধিকার রক্ষা করি। সেগুলো হলো- ধর্ম, সম্পদ, ইজ্জত, জীবন ও বিবেক-বুদ্ধি রক্ষার অধিকার।
তিনি বলেন, গণবিধ্বংসী অস্ত্র দিয়ে নিরাপত্তা টিকিয়ে রাখা যায় না। দেশ দখল ও পক্ষপাতমূলক সিদ্ধান্ত দিয়ে নিরাপত্তা অটুট রাখা সম্ভব নয়। অবরোধ, অনাহার, অধিকার হরণের ফলাফল কখনোই কল্যাণকর নয়। এগুলোর ফলে শত্রুতা আরও তীব্র থেকে তীব্রতর হয়।
এর আগে আজ বুধবার সকালে হাজিরা মিনা থেকে আরাফার ময়দানে জড়ো হন। আজ সূর্যাস্তের পর তারা মুজদালিফার উদ্দেশে রওয়ানা করবেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে হাজিরা মিনায় গিয়ে কোরবানি ও শয়তানের ওপর কংকর মারবেন। পরে তারা বায়তুল্লাহয় তওয়াফ করে আবার মিনায় ফিরে আসবেন। এখানে দুই দিনের আনুষ্ঠানিকতার পর শেষ হবে এবারের হজ কার্যক্রম।
(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেবি)