logo ১৯ মে ২০২৫
মুজদালিফায় খোলা আকাশের নিচে হাজিরা

ঢাকাটাইমস ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০১৫ ২৩:১০:৩৩
image

ঢাকা: পবিত্র হজের প্রধান কাজ আরাফার ময়দানে অবস্থান শেষে এখন মুজদালিফা যাচ্ছেন হাজিরা। এখানে তারা খোলা আকাশের নিচে রাত যাপন করবেন। ফজরের নামাজের পর রওয়ানা দেবেন মিনার উদ্দেশে। সেখানে কোরবানি ও শয়তানকে কংকর মারবেন তারা।


এর আগে বুধবার আরাফার ময়দানে অনুষ্ঠিত হয় হজের মূল আনুষ্ঠানিকতা। এখানে মসজিদে নামিরায় হজের খুতবা দেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল শাইখ। খুতবায় মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। মুসলমানদেরকে শান্তির পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।


হজের খুতবার পর এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা।


মাগরিবের নামাজ না পড়ে সূর্যাস্তের পরপরই হাজিরা মুজদালিফার উদ্দেশে রওয়ানা করেন। প্রচণ্ড ভিড়ের কারণে বেশির ভাগ হাজি পায়ে হেঁটে রওয়ানা দেন। মুজদালিফায় পৌঁছে আবারও এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ।


মুজদালিফায় খোলা আকাশের নিচে রাতযাপন করবেন হাজিরা। সেখান থেকে তারা মিনার জামারায় (প্রতীকী) শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ শেষে আবার ফিরে আসবেন মিনায়। এদিন জামারাতে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির পর পুরুষরা মাথা মুণ্ডনের মধ্য দিয়ে ইহরাম ত্যাগের মাধ্যমে হজের মূল কার্যক্রম শেষ করবেন। এরপর পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন।


বাংলাদেশসহ বিশ্বের ১৫০টির বেশি দেশ থেকে এবার প্রায় ২৫ লাখ মুসল্লি হজ পালন করছেন। বাংলাদেশ থেকে গেছেন এক লাখ ছয় হাজারের বেশি হাজি।


 (ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেবি)