logo ১৯ মে ২০২৫
প্রস্তুতি সম্পন্ন, শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা
ঢাকাটাইমস ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০১৫ ১১:০২:৫৮
image

ঢাকা: মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন পবিত্র হজব্রত পালিত হবে আগামী বুধবার। ইতোমধ্যে এবারের হজের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ। আজ সোমবার থেকে শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা।


আজ সন্ধ্যার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলমান মিনার উদ্দেশ্যে রওনা দেবেন। লাখ লাখ মুসল্লির “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে প্রকম্পিত হবে পবিত্র মিনা।


হজের অংশ হিসেবে বুধবার সকাল পর্যন্ত তারা অবস্থান করবেন মিনায়। সেখানে হাজিরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় জিকির-আজকার ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সময় কাটাবেন। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন জামাতের সঙ্গে।


বুধবার খুব ভোরে আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন হাজিরা। সেখানে হজের খুতবা শুনবেন এবং এক আজানে জোহর ও আসরের (জুহরাইন) নামাজ আদায় করবেন। সন্ধ্যায় মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ত্যাগ করবেন। মুজদালিফায় পৌঁছে আবারও এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ।


রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাতযাপন করবেন। সেখান থেকে তারা মিনার জামারায় (প্রতীকী) শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ শেষে আবার ফিরে আসবেন মিনায়।


পরদিন সকালে অর্থাৎ শুক্রবার জামারাতে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির পর পুরুষরা মাথা মুণ্ডনের মধ্য দিয়ে ইহরাম ত্যাগের মাধ্যমে হজের মূল কার্যক্রম শেষ করবেন। এরপর পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন।


এদিকে, হজে আসা মুসল্লিদের নিরাপত্তায় সৌদি আরবে নিয়মিত বাহিনীর পাশাপাশি প্রায় এক লাখ সেনা মোতায়েন করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


মেজর জেনারেল মনসুর আল-তুর্কি বলেন, হজের জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রচুরসংখ্যক মানুষ সৌদি আরবে অবস্থান করেন। চলতি বছর হজ করতে সারাবিশ্বের প্রায় ৩০ লাখ মানুষ সৌদি আরবে এসেছেন। তাদের নিরাপত্তায় সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিট, ট্রাফিক পুলিশ এবং জরুরি সিভিল ডিফেন্স কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তাবাহিনীর এসব সদস্যের পাশাপাশি সেনাবাহিনী এবং ন্যাশনাল গার্ডের অতিরিক্ত এক লাখ সদস্য হাজিদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।


আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরবে সম্প্রতি দায়েশ গ্রুপের (একটি জঙ্গি সংগঠন) আক্রমণের পরিমাণ অনেক বেড়েছে। তাদের আক্রমণে চলতি বছর কয়েক ডজন হজযাত্রীর মৃত্যু হয়েছে।


এবারের হজের আগে মক্কায় মসজিদে হারামে নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ভেঙে শতাধিক লোক নিহত হয়েছেন। এরপর থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সৌদি কর্তৃপক্ষ। মসজিদে হারামসহ হাজিদের গমনাগমন স্থানসমূহে বিশেষ নিরাপত্তা দেয়া হচ্ছে এবং কেন্দ্রীয়ভাবে তা মনিটরিং করছে সৌদি রাজ পরিবার।


(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/জেবি)