logo ১৮ মে ২০২৫
সন্ত্রাসমুক্ত বিশ্ব ও ইসলাম
ইসলাম ডেস্ক
১৮ নভেম্বর, ২০১৫ ১৫:৩৮:২৫
image

ঢাকা: সন্ত্রাস একটি মারাত্মক সামাজিক অনাচার। সন্ত্রাস সমাজের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করে জনজীবনকে বিপন্ন করে তোলে। আমাদের সমাজে আজ সন্ত্রাস বিষফোঁড়ার আকার ধারণ করেছে। সন্ত্রাসের কারণে জনজীবন এখন চরম আতঙ্কে। সন্ত্রাস মূলত বিবেকহীন মানুষের অস্বাভাবিক ও পাশবিক আচরণের ফল। সন্ত্রাস মানুষের জন্য অকল্যাণ বয়ে আনে। তাই ইসলাম সন্ত্রাসকে সর্বোতভাবে পরিহারের নির্দেশ দিয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারীর বিরুদ্ধে শাস্তির বিধানও প্রবর্তন করেছে ইসলাম।


অস্বাভাবিক সামাজিক পরিবেশ, দুর্নীতি ও দুঃশাসন, অর্থনৈতিক বৈষম্য, ইসলামী মূল্যবোধের অভাব, দারিদ্র্য, বেকারত্ব এবং নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণে সমাজে সন্ত্রাসের সৃষ্টি হয়। সন্ত্রাস ও সন্ত্রাসবাদকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। সন্ত্রাস নির্মূলে ইসলাম অত্যন্ত কার্যকরী ব্যবস্থা প্রণয়ন করেছে। ইসলামী সমাজ ব্যবস্থার প্রবর্তন করা গেলে সমাজে সন্ত্রাসের কোনো অস্তিত্ব থাকতে পারে না। নবী করিম (সা.) আমাদের সামনে রেখে গেছেন উত্তম আদর্শ। সেই আদর্শের অনুসারীরা কোনো দিনই সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে না।


সমাজের কোনো পর্যায়ে সন্ত্রাসের দানা গজিয়ে উঠলে তা সমূলে উৎপাটনের নির্দেশ দেয়া হয়েছে ইসলামে। সন্ত্রাসের সঙ্গে ন্যূনতম সম্পর্ক আছে, এমন কেউ ইসলামি সমাজে বসবাস করতে পারবে না; তাকে বহিষ্কারের সরাসরি নির্দেশ দেয়া হয়েছে। ইসলাম ক্ষমার নীতি অবলম্বন করাকে সন্ত্রাস দমনের হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। রাসুল (সা.) বলেন, ‘ক্ষমার দ্বারা আল্লাহ বান্দার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করা ছাড়া আর কিছুই করেন না।’

ইসলামি সমাজ কোরান ও সুন্নাহ প্রণীত আইন দ্বারা পরিচালিত। আর এই আইন এতই কঠোর যে, এখানে কারো পার পাওয়ার কোনো সুযোগ নেই। রাসুল (সা.) বলেছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দিতে কুণ্ঠাবোধ করব না। আইনের সঠিক প্রয়োগের নিশ্চয়তা রয়েছে ইসলামে। শুধু আইন নয়, সামাজিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেও উদ্বুদ্ধ করা হয়েছে। ইসলাম মনে করে, সৎ লোকের শাসন বলবৎ থাকলে কখনো সন্ত্রাস মাথাচাড়া দিতে পারে না। তাছাড়া সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই সন্ত্রাস নির্মূলের যথার্থ উপায় তাও বলে দেয়া হয়েছে ইসলামে। ইসলামী আইনের যথার্থ অনুসরণ এবং তা প্রয়োগের ক্ষেত্রে আন্তরিক হলে সমাজে সন্ত্রাসের অস্তিত্ব থাকতে পারে না। ইসলাম সন্ত্রাসমুক্ত সমাজের বাস্তব উদাহরণ বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছে।


(ঢাকাটাইমস/১৮নভেম্বর/জেবি)