logo ১৮ মে ২০২৫
পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ
গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
২৪ নভেম্বর, ২০১৫ ১৫:৩৩:৫০
image

গাজীপুর:  মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। মঙ্গলবার দুপুরে মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হয়। আগামী ৮ জানুয়ারি শুরু হচ্ছে দুই পর্বের বিশ্ব ইজতেমা।


ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন জানান, আজ দুপুর ১২টা থেকে মোনাজাত শুরু হয় ১২টা ১৫ মিনিটে শেষ হয়। ১৫ মিনিটের এই মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ইব্রাহীম। বিশ্ব ইজতেমাকে সুন্দর ও সফল করার জন্য বিশ্ব ইজতেমা শুরুর ৪০ দিন আগে প্রতিবছরের মতো এবারও টঙ্গীতে পাঁচ দিনব্যাপী এ জোড় ইজতেমার আয়োজন করা হয়।


গতবারের মতো এবারও দুই দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এর প্রথম দফায় তিন দিনের বিশ্ব ইজতেমা শুরু হবে ৮ জানুয়ারি এবং দ্বিতীয় দফা ১৫ জানুয়ারি শুরু হবে। প্রতি দফার শেষ দিন আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।


বিশ্ব ইজতেমার প্রাক প্রস্তুতিমূলক এ জোড় ইজতেমায় দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি অংশ নেন। জোড় ইজতেমায় কালেমা, নামাজ, ঈমান-আমল, জান্নাত-জাহান্নাম ও তাবলিগের উদ্দেশ্যে মেহনত সম্পর্কে দেশ-বিদেশের মুরুব্বিরা দাওয়াতের মাধ্যমে ছয় উসুলের মৌলিক বিষয়াদির ওপর বিস্তারিত বয়ান করেন।


(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এমআর)