logo ২২ এপ্রিল ২০২৫
জনশক্তি কর্মসংস্থানের নতুন মহাপরিচালক সেলিম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ মার্চ, ২০১৬ ১৫:০৪:০০
image



ঢাকা: জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক হিসেবে মো. সেলিম রেজাকে নিয়োগ দেয়া হয়েছে।






রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ছিলেন।






অন্য একটি প্রজ্ঞাপনে চার অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।






আরমান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর প্রকল্পের পরিচালক মো. ফজলে ওয়াহিদ খন্দকারকে কৃষি মন্ত্রণালয়ের বীজ উইং মহাপরিচালক করা হয়েছে।






জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ কর্মকর্তা অতিরিক্ত সচিব বেগম মাহবুবা হাসনাতকে রাষ্ট্রপতির কার্যালয়ের অতিরিক্ত সচিব এবং বেগম শামীমা সুলতানাকে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।






এছাড়া Reconstruction oF dinapur Distrct jail project প্রকল্প পরিচালক মৃদুল কান্তি ঘোষকে কারা প্রশিক্ষণ একাডেমি রাজশাহী নির্মাণ শীর্ষক প্রকল্পের পরিচালক করা হয়েছে।






(ঢাকাটাইমস/৬মার্চ/এইচআর/এমআর)