logo ২২ এপ্রিল ২০২৫
কৃষি সচিব হলেন মঈনউদ্দিন আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ মার্চ, ২০১৬ ১৬:৫৭:২৫
image



ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহকে কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।






আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।






অবসরে যাওয়ার একদিন আগে গত সোমবার আনোয়ার ফারুককে কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব থেকে সচিব করা হয়। ১ মার্চ তিনি অবসরে গেছেন। এর দুই সপ্তাহ আগে গত ১৬ ফেব্রুয়ারি তাকে কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়।






কৃষি সচিবের পদ শূন্য হওয়ার পর মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজমুল ইসলাম সেখানে রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।






(ঢাকাটাইমস/০৬মার্চ/এইচআর/জেবি)