পদ্মা সেতু প্রকল্পের প্রকৌশলী মকবুলকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ মার্চ, ২০১৬ ১৬:০৪:৪১
ঢাকা: পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে প্রেষণে কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মকবুল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তার চাকরি রেলপথ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘ইইউ অ্যাসিস্টেড স্কুল ফিডিং গ্রোগ্রামার’ শীর্ষক সমাপ্ত প্রকল্পের সহকারী পরিচালক এ. কে. এম রেজাউল করিমকে দারিদ্রপীড়িত এলাকায় ‘স্কুল ফিডিং প্রোগ্রামার’ শীর্ষক প্রকল্পে সহকারী প্রকল্প পরিচালক পদে বদলি করা হয়েছে।
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা পদে প্রেষণে কর্মরত মো. মফিজুল ইসলামকে প্রত্যাহার করে তার চাকরি সিএন্ডএজির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
সরকারি কর্মচারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পদে প্রেষণে কর্মরত বেগম বনশ্রী বৈদ্যকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।
বেসাময়িক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মাকসুদুর রহমানকে সৌদি আরবের মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর পদে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৬মার্চ/এইচআর/জেবি)