logo ২২ এপ্রিল ২০২৫
সাত যুগ্মসচিবের দপ্তর বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ মার্চ, ২০১৬ ১৮:৪৭:৩৫
image



ঢাকা: সাত যুগ্মসচিব পদে বদলি হয়েছে। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করে।






বদলিকৃত কর্মকর্তারা হলেন- যশোর জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা সঞ্জয় কুমার বণিককে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলামকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক, পরিকল্পনা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব শফিকুজ্জামানকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিচালক, তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে বদলির আদেশাধীন ড. মো. আব্দুস ছালামকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের যুগ্মপ্রধান, চা বোর্ডের সদস্য মো. মহিবুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক বেগম ফৌজিয়া জাফরীনকে পরিকল্পনা বিভাগে, তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. গোলাম রব্বানীকে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগে বদলি করা হয়।






(ঢাকাটাইমস/৬মার্চ/এইচআর/এমএম)