logo ১৭ আগস্ট ২০২৫
একই মায়ের গর্ভে যজম সন্তানের পিতা দুইজন
ঢাকাটাইমস ডেস্ক
০৮ মার্চ, ২০১৬ ১৯:৩৭:৫০
image



ঢাকা: একই মায়ের গর্ভের যমজ সন্তানের বাবা দুই জন।ভাবা যায়!বছর দুইয়েক আগে জন্ম নেয়া শিশু দুটি বেড় ওঠার সময় তাদের শারীরিক গঠন-গাঠনে নানা বৈশিষ্ট ধরা পড়ে সমাজের চোখে। এক পর্যায়ে এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিতে থাকে। শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষায় সবকিছু খোলাসা হয়। ঘটনাটি ভিয়েতনামের।এ নিয়ে শোরগোল পড়ে গেছে সম্প্রতি।



জানা যায়, বেশ কিছু দিন ধরে যমজ সন্তান দুটোর চেহারায় বড়সড় পার্থক্য দেখে অবাক হয়েছিলেন উত্তর ভিয়েতনামের হোয়া বিন প্রদেশের দম্পতি। একজনের মাথার চুল ঢেউ খেলানো, অন্যজনের একদম সোজাসাপ্টা। এছাড়া মাত্র দুই বছর বয়সেই দু'জনের শারীরিক আরও বেশ কিছু তফাত্‍ চোখে পড়ার মতো। বাবা-মায়ের সন্দেহ, নিশ্চয় হাসপাতালের গাফিলতিতে শিশুবদল হয়ে গিয়েছে।



সন্দেহ কাটাতে চিকিত্‍সকরা দম্পতির ডিএনএ পরীক্ষা সাব্যস্ত করেন। হ্যানয় সেন্টার ফর জেনেটিক অ্যানালিসিস-এ করা পরীক্ষার ফল আরেক দফা চমকে ওঠার পালা। দেখা গিয়েছে, ওই দুই শিশুর মা একজনই। তিনি দুই শিশুকেই গর্ভধারণ করেছেন। কিন্তু তাদের বাবা দু'জন। অর্থাত্ৎ দুই ভিন্ন ব্যক্তির ঔরসে একই মায়ের গর্ভজাত হয়েছিল দুই শিশু।






এমন অদ্ভুত কাণ্ড কি সম্বব?



নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের প্রসবতত্ত্ব বিভাগের প্রধান ডক্টর কিথ এড্‌লম্যান জানিয়েছেন, দুই ভিন্ন সঙ্গীর সঙ্গে কোনও মহিলার যৌনমিলনের ফলে এমন যমজ শিশুর জন্ম হতে পারে। তাঁর ব্যাখ্যা, নারীর ডিম্বাণু আয়ু ১২-৪৮ ঘণ্টা। অন্যদিকে পুরুষের শুক্রাণুর আয়ু ৭-১০ দিন পর্যন্ত হতে পারে। ডিম্বাণু ও শুক্রাণুর আয়ুর এই পার্থক্যই এক সঙ্গে দু'টি ডিম্বাণুকে উর্বর করতে পারে। যার ফলে একই গর্ভে দুই ভিন্ন পিতার সন্তান জন্মানোর মতো বিরল ঘটনা ঘটা সম্ভব।






(ঢাকাটাইমস/০৮ মার্চ/ এআর/ ঘ.)