logo ১৯ জুলাই ২০২৫
কানের জন্য ক্ষতিকর কটন বাড
ঢাকাটাইমস ডেস্ক
০৭ মার্চ, ২০১৬ ১৭:৪২:০০
image



ঢাকা: কান পরিষ্কার করার জন্য কটন বাড, দিয়াশলাইয়ের কাঠিসহ অনেক কিছুই আমরা ব্যবহার করে থাকি। চিকিৎসকরা এই উপায়ে কান পরিষ্কারে নিষেধ করলেও খুবই কম লোকই তা মানেন।






বিশ্বাস করুন বা নাই করুন, এই অভ্যাস আপনার কানের ছিদ্রপথে প্রতিবন্ধকতা তৈরি করে এবং শ্রবণশক্তি নষ্ট করে দিতে পারে। যখন আমরা কানে কটন বাড প্রবেশ করাই তখন কানের খইল ধাক্কা খেয়ে কানের পর্দায় প্রবেশ করে ক্ষতিকর প্রভাব ফেলে। যা আমাদের শোনার শক্তি কমিয়ে ফেলতে পারে।






অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষের মতে, আমাদের কান পরিষ্কার করারই দরকার নেই। কারণ কানের ময়লা প্রাকৃতিকভাবেই পরিষ্কার হয়ে যায়। কানের ভেতরের ত্বক অনেকটা কনভেয়র বেল্টের মতো। এটি কানের ছিদ্রপথ দিয়ে কানের পর্দা পর্যন্ত প্রবাহিত হয়। আপনি যদি কটন বাড বা অন্য কিছু কান পরিষ্কার করার কাজে ব্যবহার করেন তাতে কানের প্রাকৃতিক উপায়ে পরিষ্কার পদ্ধতি বাধাগ্রস্ত হয়। এতে কানের খইল ধাক্কা খেয়ে কানের পর্দায় প্রবেশ করে শ্রবণশক্তি নষ্ট করে দিতে পারে। কানের খইল অস্বাভাবিক জমে গেলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।






(ঢাকাটাইমস/০৭মার্চ/এসআই/জেবি)