logo ১৯ জুলাই ২০২৫
ঝুলে ঝুলে দোল খায় দুই বন্ধু!
ঢাকাটাইমস ডেস্ক
০৭ মার্চ, ২০১৬ ১৩:৩৯:৩৪
image



ঢাকা: সারাক্ষণ একসঙ্গে থাকে ওরা। গাছের লতায় ওদের বসবাস। দিনের বেশির ভাগ সময় তারা গাছের লতায় ঝুলে ঝুলে কাটিয়ে দেয়। ‘লতার দোলনায়’ দোল খেতে খুব ভালোবাসে দুই বন্ধু!






সম্প্রতি এক আলোকচিত্রী এই দুই সাথির বন্ধুত্ব ক্যামেরাবন্দী করেছেন। যুক্তরাজ্যের দি সানে গেছো ব্যাঙ প্রজাতির এই দুই ব্যাঙের ছবি প্রকাশ করেছে।






আলোকচিত্রী ট্যান্টো ইয়েনসেন (৩৬) ইন্দোনেশিয়ার জাকার্তার একটি জঙ্গল থেকে ছবিটি তুলেছেন।






তিনি জানান, ব্যাঙ দুটিকে দেখে অবাক লেগেছে। পুরুষ সঙ্গীরা সাধারণত অনেক বেশি প্রতিদ্বন্দ্বি হয়। কিন্তু এদের দুজনকে দেখে সে রকম মনে হয়নি। বরং দুজন একসঙ্গে একে অপরের সঙ্গে আঁটসাঁটভাবে লেগে রয়েছে। এবং ‘লতার দোলনায়’ দুই বন্ধু দোল খাচ্ছে।






ইয়েনসেন বলেন, প্রথমে দেখে মনে হয়েছিল ব্যাঙ দুটি হয়তো গাছের লতা থেকে অন্যত্র উঠার চেষ্টা করছিল। কিন্তু পরে ভুল ভাঙ্গে। দেখি দুজনেই বেশ আরামে বসে আছে। এবং বাতাসের সঙ্গে গাছের লতা দোল খাচ্ছে, সেই সঙ্গে তারাও দোল খাচ্ছে। দেখে মনে হচ্ছে দুই বন্ধু আপন মনে খেলায় মেতেছে। ওদের সখ্যতা দেখে মনে হলো দুজনেই খুব ভালো বন্ধু। ঝুলে ঝুলে দুপুরের খাবার (শিকার) সংগ্রহের চেষ্টাও করছিল তারা।    






নানা প্রজাতির ব্যাঙের মধ্যে গেছো ব্যাঙ উড়তে পারে মানে বেশ লাফিয়ে অনেক দূর যেতে পারে। এই গেছো ব্যাঙেরা থাকে ঝোপে-ঝাড়ে,বনে-বাদাড়ে ও গাছে। এদের হাত-পা একটু বেশি লম্বা হওয়ায় লতার সঙ্গে ঝুলে থাকতে সুবিধা হয়। লম্বা হাত-পায়ের সাহায্যে এরা ধাক্কা দিয়ে শূণ্যে উঠতে পারে। বাতাসেও ভেসে থাকতে পারে গেছো ব্যাঙ। পায়ের নিচে থাকে বিশেষ গ্রন্থি থাকায় টিকটিকির মতো যে কোন জায়গা বেয়ে নেমে উঠে যেতে পারে।






(ঢাকাটাইমস/৭মার্চ/জেডএ)