logo ১৯ জুলাই ২০২৫
পর্নো দেখার ইতিবাচক দিকও রয়েছে
ঢাকাটাইমস ডেস্ক
০৭ মার্চ, ২০১৬ ২১:০৭:২৬
image



ঢাকা: পর্নোগ্রাফি মানুষের মধ্যে নেতিবাবক প্রভাব ফেলে তা এরই মধ্যে বেশ কয়েকটি গবেষণায় বের হয়ে এসেছে।পর্নোগ্রাফি মানুষের মধ্যে এক ধরনের আসক্তি তৈরি করে। সম্প্রতি এ নিয়ে নতুন এক গবেষণায় নতুন তথ্য বের হয়ে এসেছে। গবেষণায় বলা হয়েছে- যারা পর্নোগ্রাফি দেখেন তারা নারীদের অধিকার এবং সমতায় বিশ্বাস করেন।






কানাডার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, যারা(বৈধ, সম্মতিসূচক, মানবীয়, প্রাপ্তবয়স্ক)পর্নো দেখে তারা নারীদের সমতায় বিশ্বাস করে এবং তাদের মধ্যে নারীবাদী আচরণ ফুটে ওঠে।   






গবেষকরা ১৯৭৫ থেকে ২০১০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ২৪ হাজার ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করেন।






গবেষকদের মতে, নারীদের ক্ষমতা এবং গর্ভপাতের বিষয়ে পুরুষদের মনোভাবে অনেক বড় প্রার্থক্য রয়েছে। যেসব পুরুষ পর্নো দেখেন তারা নারীদের প্রতি বেশি ইতিবাচক মনোভাব দেখান।






(ঢাকাটাইমস/০৭মার্চ/এসআই/ এআর/ ঘ.)