অনলাইন টিশার্ট স্টোর ‘ওহটিশার্টডটকম’
ঢাকাটাইমস ডেস্ক
০৭ মার্চ, ২০১৬ ১৫:০৮:৩৮
ঢাকা: ‘ওহটিশার্টডটক’ ভিন্নধারার একটি অনলাইন টিশার্ট স্টোর। এখানে রয়েছে দেশের প্রখ্যাত ডিজাইনারদের আপলোড করা ডিজাইন গ্যালারি। যেখান থেকে ডিজাইন পছন্দ করে গ্রাহকরা টিশার্টে প্রিন্ট করে নিতে পারবেন। তাছাড়া এতে রয়েছে ডিজাইন কাস্টমাইজ করারও সুবিধা।
গত ৫ মার্চ ওহটিশার্ট তাদের বনানী অফিসে আয়োজন করে ডিজাইনার মিট প্রোগ্রাম। এতে দেশের নানা প্রান্ত থেকে টিশার্ট ডিজাইনাররা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে ডিজাইনাররা কিভাবে ডিজাইন করে আত্মনির্ভশীল হতে পারবেন সেসব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ওহটিশার্টডটকম অত্যাধুনিক মেশিনে প্রিমিয়াম কোলালিটির টিশার্টেই ডিজাইন প্রিন্ট করে থাকে। সবশেষে ডিজানাইরা ওহটিশার্টের প্রিন্টিং স্টুডিও ঘুরে দেখেন।
এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওহটিশার্টের ব্যবস্থাপনা পরিচালক সাবিনা ইয়াসমিন, সিইও এবিএম মাহবুবুর রহমান ও দেশের বাইরে থেকে স্কাইপে যোগ দেন পরিচালক বিন্দু জামাল।
(ঢাকাটাইমস/০৭মার্চ/জেবি)