logo ১৯ জুলাই ২০২৫
আইফোনের জন্য সন্তান বিক্রি!
ঢাকাটাইমস ডেস্ক
০৯ মার্চ, ২০১৬ ১৪:২৫:৪০
image




ঢাকা: আইফোন কেনার জন্য নিজের সন্তানকে বিক্রি করলেন চীনা এক নাগরিক। মাত্র ১৮ দিন বয়সী ওই সন্তানকে বিক্রির অপরাধে অভিযুক্ত বাবার তিন বছরের কারাদ-ের আদেশ দিয়েছে দেশটির এক আদালত।



চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের ওই ব্যক্তির নাম ‘আ ডুয়ান’। কিউকিউ নামক এক সামাজিক মাধ্যমে তিনি সন্তানের ক্রেতার খোঁজ পান। আড়াই হাজার পাউন্ডের বিনিময়ে সন্তানকে বিক্রি করে দেন পাষ- সেই বাবা। চীনের পিউপলস ডেইলি এই তথ্য জানায়।



জানা যায়, ওই ব্যক্তি সন্তানকে বিক্রি করা অর্থ দিয়ে আইফোন এবং মোটর বাইক কেনার পরিকল্পনা করে।



শিশুটির মা জিয়াও মেই বিভিন্ন প্রতিষ্ঠানে খ-কালীন চাকরি করেন। আর বাবা ইন্টারনেট ক্যাফেতেই বেশিরভাগ সময় ব্যয় করেন। এদের দুজনেরই বয়স মাত্র ১৯ বছর। এই সময়ে অনাকাঙ্খিত গর্ভধারণের কারণেই শিশুটির জন্ম হয়। শিশুটির বাবা-মায়ের এই মুহূর্তে সন্তান লালন-পালনের মতো সামর্থ্য নেই।



শিশুটির ক্রেতার নাম জানা যায়নি। তবে ক্রেতা সরাসরি না এসে তার বোনের মাধ্যমে লেনদেন করেছেন। এখনও শিশুটি সেই ক্রেতার বোনের কাছেই রয়েছে। শিশু কেনার ঘটনা জানাজানির পর থেকেই পুলিশের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে ওই ক্রেতা।



শিশুটির মা সন্তানকে বিক্রি করে পালিয়ে গেলেও তাকে পরে গ্রেপ্তার করে পুলিশ। মেই বলেন, ‘আমাদের এলাকায় সন্তান লালন-পালন করতে না পারলে, অনেকেই এমনটি করে। এটি যে অপরাধ তা আমার জানা ছিল না। অনেকেই আবার সেখান থেকে শিশু দত্তক নেয়।’



(ঢাকাটাইমস/৯মার্চ/জেএস)