logo ১৯ জুলাই ২০২৫
লম্বা মানুষের সাফল্যের হার বেশি
ঢাকাটাইমস ডেস্ক
০৯ মার্চ, ২০১৬ ২১:৪৩:২০
image



ঢাকা: জীবনে সফলতার ক্ষেত্রে শারীরিক উচ্চতা ব্যাপক ভূমিকা রাখে। নতুন এক গবেষণায় এমনই তথ্য পেয়েছেন গবেষকরা।






ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধটিতে বলা হয়, যেসব লোক খাটো এবং মোটা তাদের জীবনে কাঙ্খিত সফলতার হার অপেক্ষাকৃত কম। ভালো শিক্ষা, চাকরি, এবং মানসম্পন্ন জীবনযাপনের সুযোগ কম তাদের।






ব্রিটেনের এক লাখ ২০ হাজার নাগরিকের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা জোড়ালো প্রমাণ পেয়েছেন যে ভবিষ্যৎ সফলতার ক্ষেত্রে শারীরিক উচ্চতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।






যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সিতির মেডিকেল স্কুলের হিউম্যান জেনেটিক্সের অধ্যাপক টিমোথি ফ্রেলিং বলেন, মানুষের উচ্চতা অনেকটা জেনেটিক এবং আর্থ-সামাজিক অবস্থায় এর প্রভাব ফেলে।  






টিমোথি ফ্রেলিং আরও বলেন, একজন ব্যক্তির উচ্চতা এবং বিএমআই আর্থ-সামাজিক অবস্থার ওপর গুরুত্বপূর্ণ পক্ষপাতমূলক ভূমিকা রাখে। বিশেষ করে নারীদের উচ্চতা তাদের আয় এবং পদোন্নতিতে ভূমিকা রাখে। আর পুরুষদের উচ্চতা শিক্ষা, আয় এবং চাকরির ওপর প্রভাব ফেলে।






(ঢাকাটাইমস/০৯মার্চ/এসআই/ এআর/ ঘ.)