logo ১৯ জুলাই ২০২৫
ভালোবাসার মানুষকে আরো কাছে পেতে চান?
ঢাকাটাইমস ডেস্ক
১১ মার্চ, ২০১৬ ১৫:১৫:০৬
image



ঢাকা: প্রত্যেক নারীই চান তার ভালোবাসার পুরুষটি একান্তই তার হয়ে থাকুক।এ জন্য নারীর চেষ্টার কোনো কমতি নেই। স্বামীকে ভালো রাখতে গেলে বা নিজের পুরুষের মন পেতে গেলে ঠিক কী কী করতে হয়, এই নিয়ে প্রায়ই লেখালেখি হয়। কিন্তু মনের মানুষকে নিজের কাছে আগলে রাখতে তাকে কী বলা উচিত নয় তা খোঁজ নিয়ে দেখেছেন? প্রেমিক বা স্বামীকে ভালোবাসায় ভরিয়ে দিন। তবে চার কথা প্রায় না বলাই উচিত। কোন চার কথা বলবেন না নিজের ভালোবাসার মানুষটিকে, জেনে নিন-






. আপনি আপনার স্বামী বা প্রেমিককে ঠিক কতটা ভালোবাসেন তা ভুল করেও তাকে জানাবেন না। নিজের প্রাণভরা প্রেমের কথা জানিয়েছেন কী মরেছেন। পুরুষের প্রবণতাই  হলো, 'যা কিছু নিজের নয়', তার ওপরেই হৃদয় নিবেদন করা। তাই মনে যতই ভালোবাসা থাক, মুখে তার প্রকাশ করা একেবারেই চলবে না।  বরং নিজের মধ্যে রোমাঞ্চ লুকিয়ে রাখুন। ভালোবাসার মানুষ আরও আকৃষ্ট হবেন আপনার প্রতি।






. কেনাকাটা করতে যেতে পছন্দের পুরুষকে যত কম অনুরোধ করবেন, ততই তিনি খুশি হবেন। বেশিরভাগ পুরুষই উইন্ডো শপিং ব্যাপারটা পছন্দ করেন না। তাই ভালোবাসার মানুষটিকে কেনাকাটা করতে যাওয়ার জন্য বেশি জোরাজুরি না করাই ভালো। 






. চাকরিসংক্রান্ত সব কথা প্রেমিক বা স্বামীকে না বলাই ভালো। সারাদিন অফিসে কী করেন, কার সঙ্গে গল্প করেন বা কার সাথে ঝগড়া হলো বা কাজের কত প্রেসার, এসব খুঁটিনাটি নিয়ে পুরুষরা বেশি ভাবেন না। তাই এসব গল্প বলে তাদের অযথা বোর করা ছাড়া আর কিছুই করা হ্য় না। তাছাড়া প্রফেশনাল সিক্রেট বলে একটা ব্যাপার আছে তো? মহিলাদের সেই কথাও মাথায় রাখতে হবে। 






. আপনার আলাদা সেভিংস অ্যাকাউন্টে কত টাকা আছে, আপনার ভবিষ্যতে টাকা সঞ্চয় সম্পর্কে কী ভাবনা, ইত্যাদি বিষয়ে বিস্তর বিবরণ প্রেমিক কিংবা স্বামীকে না দেয়াই ভালো। এতে জীবনে জটিলতা বলে। আপনার এই অর্থনৈতিক সচেতনতা পাছে ভালোবাসার মানুষটির 'ইগো'-কে আঘাত করে, তাই এসব অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলুন।






(ঢাকাটাইমস/১১মার্চ/জেবি)