logo ১৭ জুলাই ২০২৫
১৮৪ বছর পর গোসল! (ভিডিও)
ঢাকাটাইমস ডেস্ক
২৮ মার্চ, ২০১৬ ১২:৫৯:১৫
image



ঢাকা: পৃথিবীতে সবচেয়ে বেশিদিন বেঁচে থাকা প্রাণীর নাম কচ্ছপ। জোনাথন নামের ১৮৪ বছর বয়সী কচ্ছপই এখন পর্যন্ত সবচেয়ে বেশি বয়সের জীবন্ত প্রাণী। এটির বাসস্থান সেন্ট হেলেনার ভলক্যানিক দ্বীপ। 






অবাক করা ব্যাপার হচ্ছে, এই দীর্ঘ জীবনে জোনাথন নামের এই প্রাণীর নাকি গোসল করা হয়ে ওঠেনি। আগামী মে মাসে কচ্ছপটিকে দেখার প্রদর্শনী অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেখানে অনেক নামীদামী লোক যাবেন। আর এ উপলক্ষে নরম ব্রাশ আর তরল সাবান দিয়ে গোসল করানো হলো প্রাণীটিকে। 






একঘণ্টা ধরে চলে জোনাথনের গা মাজামাজি। গোসল শেষ হলে পশু চিকিৎসক জো হোলিংসের মন্তব্য, "জোনাথনকে দেখতে কম বয়সী মনে না হলেও এটিকে অনেকটা আলাদা লাগছে।"






বয়সের কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে জোনাথন। হারিয়েছে ঘ্রাণশক্তিও। রীতিমতো খাদ্যতালিকা মেনে প্রতিদিন আপেল, গাজর, শসা, কলা, পেয়ারা খাওয়ানো হয় এটিকে। আর সেজন্যই হয়তো এখনও যথেষ্ট শক্তিশালী ও স্বাস্থ্যবান রয়েছে জোনাথন। 






(ঢাকাটাইমস/ ২৮ মার্চ/ এআর/ ঘ.)