logo ০৯ আগস্ট ২০২৫
আড়াই মাস বয়সেই সেলিব্রেটি
ঢাকাটাইমস ডেস্ক
২৮ মার্চ, ২০১৬ ২২:১৪:১৯
image



ঢাকা: শিশুটির বয়স মাত্র আড়াই মাস। নাম ইসাবেল। অনলাইনে ইসাবেল রীতিমতো এখন সেলেব্রেটি। কারণ কী জানেন? তারকা বনে যাওয়ার কারণ আর কিছুই নয়, তার ঘন কালো দীর্ঘ চুল। সাধারণত এতো ছোট শিশুর এ রকম দেখা যায় না।






ইসাবেলের মা ম্যাকেঞ্জি কাপলান (২৮) যুক্তরাষ্ট্রের নাগরিক। দুই সপ্তাহ আগে তিনি একমাত্র কন্যা সন্তান ইসাবেলের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। তারপরই ছবিটি ভাইরাল আকারে ছড়িয়ে পড়ে।






ক্যালিফোর্নিয়ার রেডউড শহরের বাসিন্দা ম্যাকেঞ্জি কাপলান বলেন, আমার মেয়ের চুলের জন্য কোনো প্রসাধনীই ব্যবহার করা হয় না।






(ঢাকাটাইমস/২৮মার্চ/এসআই/এমআর)