logo ১৭ জুলাই ২০২৫
ফটোশপে বিশ্বভ্রমণ কেনীয় তরুণীর
ঢাকাটাইমস ডেস্ক
২৬ মার্চ, ২০১৬ ১৯:৫৪:২৭
image



ঢাকা: নানা দেশ ঘূরে বেড়ানোর সাধ তার মনে বসে আছে। কিন্তু সাধ পূরণের সাধ্য নেই তার। কিন্তু থেমে থাকেননি কেনিয়ার সেভেলিন গ্যাট নামের ওই তরুণী। বেছে নিলেন ফটোশপ। ছবি সম্পাদনার মাধ্যমে নানা দেশ ঘুরে বেড়ালেন তিনি।






সেভেলিন ঘুরে বেড়িয়েছেন হলিউড থেকে নিউইয়র্ক, চীন থেকে ভারত। একটি বহুজাতিক অধিবেশনে যোগদান এমনিক চন্দ্রভ্রমণও করেছেন তিনি।






ফটোশপে এই বিশ্বভ্রমণ অবশ্য বৃথা যায়নি। তার জন্য সুযোগ তৈরি করে দিয়েছে বাস্তবেই নানা দেশ ঘোরার। এক ব্যবসায়ী এগিয়ে এসেছেন তার ভ্রমণের সাধ পূরণে।






শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সেভেলিন গ্যাট অন্যদের ছুটি কাটানোর ছবি সম্পাদনা করে সেখানে নিজের ছবি বসিয়ে তা পোস্ট করেন তার ফেসবুক পাতায়। আর তাতে আলোড়ন পড়ে ভার্চুয়াল দুনিয়ায়।  






সেভেলিন এশিয়া সফরে যাননি কোনো দিন। কিন্তু ছবিতে সেভেলিনকে  দেখা যাচ্ছে তিনি একটি বিমানের সামনে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন চীনের প্রাচীরের ওপর। চীন ভ্রমণ শেষে তিনি বিমানে ওঠার আগে বিদায় জানান দেশটিকে। তাকে দেখা যায় বিশ্বের সপ্তাশ্চর‌্য তাজমহলের সামনে বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের পাশেও।






ফেসবুকে এসব ছবিতে লাইকও পড়েছে হাজার হাজার।






এসব ছবি দেখার পর এই নারীর শখ পূরণে এগিয়ে এসেছেন নাইরোবির এক ব্যবসায়ী স্যাম গিচুরু। সেভেলিন যাতে ছুটি কাটাতে বিভিন্ন দেশে যেতে পারেন, সে জন্য এই ব্যবসায়ী তার জন্য প্রচুর অর্থ সংগ্রহ করেছেন।






(ঢাকাটাইমস/২৬মার্চ/মোআ)