logo ১৮ জুলাই ২০২৫
ঠোঁট নড়া দেখে যন্ত্র বলবে কী কথা হয়েছে
ঢাকাটাইমস ডেস্ক
২৫ মার্চ, ২০১৬ ১৭:৫৯:৩৬
image



ঢাকা: লোকের ঠোঁট নড়া দেখে যন্ত্র বলে দিতে পারবে কী বলা হচ্ছে, কিংবা কী বলাপ হয়েছে। এমনই এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন ব্রিটেনের বিজ্ঞানীরা।






বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানা গেছে।






ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার গবেষকরা বলছেন, তাদের এই ‘লিপ রিডিং’ প্রযুক্তি অপরাধ এবং সন্ত্রাসবাদের মোকাবেলায় খুবই সহায়ক হবে। লোকজনের কথা বলার দৃশ্য যদি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, সেই ফুটেজ বিশ্লেষণ করে এই প্রযুক্তি বের করে ফেলতে পারবে, তারা কী বলছিল।






গবেষকরা বলছেন, কেবল অপরাধ দমনে নয়, এই প্রযুক্তি সাংবাদিকদেরও বিরাট কাজে লাগবে। যারা ‘সেলিব্রেটিদের’ খবরের পেছনে ঘোরেন, তাদের জন্য এটা হবে এক বিরাট হাতিয়ার।






‘লিপ রিডিং’ বিশেষজ্ঞরা এখন ‘পি’ এবং ‘বি’ এর মতো ধ্বনির মধ্যে তফাত করতে পারেন না। কিন্তু এই নতুন প্রযুক্তি নাকি ‘ঠোঁট নড়া’ দেখে সঠিকভাবে বলতে পারবে লোকে কখন 'পি' বা 'বি' বলছে।






আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উদ্ভাবনেও এই প্রযু্ক্তি সহায়ক হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।






(ঢাকাটাইমস/২৫মার্চ/মোআ)