দুই নাকের কুকুর
ঢাকাটাইমস ডেস্ক
২৮ মার্চ, ২০১৬ ২২:৩৬:৩৬
ঢাকা: গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত মার্কিন সংগীত প্রযোজক ও টেলিভিশন তারকা টড রে সম্প্রতি ‘টবি’ নামে একটি অস্ট্রেলিয়ান শেফার্ড প্রাজতির দুই নাক বিশিষ্ট কুকুরকে দত্তক হিসেবে নিয়েছেন। ‘টবি’ কে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাস্তায় খুঁজে পায় প্রাণী আশ্রয় কেন্দ্র। পরে অনলাইনে বিজ্ঞাপন দেখে কুকুরটি দত্তক নেয় টড।
‘দ্য ভেনিস বিচ ফ্রিক শো’ নামে একটি টেলিভিশন শো পরিচালনা করেন টড। অনুষ্ঠানটিতে ব্যতিক্রমী অনেক প্রাণী এবং মানুষদের দেখানো হয়। টবির বয়স এখন দুই বছর। সে এখন নিয়মিত টডের শোতে অংশ নেয়। টডের সংগ্রহে আরও অদ্ভুত কিছু প্রাণী রয়েছে। রকি নামে পাঁচ পা বিশিষ্ট একটি কুকুর রয়েছে তার। তাছাড়া, দুই পা বিশিষ্ট ক্ষুদে মেক্সিকান একটি কুকুর রয়েছে তার। টড দুই মাথা বিশিষ্ট বিভিন্ন প্রাণী সংগ্রহ করে ইতিমধ্যে বিশ্ব রেকর্ড গড়েছেন।
এই প্রসঙ্গে টড রে বলেন, ব্যতিক্রম প্রাণিদের সুন্দর পার্থক্য রয়েছে। তাদের কাছ থেকে অনেক মজার বিষয় শিখতে পারি।
(ঢাকাটাইমস/২৮মার্চ/এসআই/এমআর)