logo ১৬ মে ২০২৫
যাদের দোয়া সরাসরি কবুল
ইসলাম ডেস্ক
১১ এপ্রিল, ২০১৬ ২০:২১:৫১
image



ঢাকা: দোয়া শব্দের অর্থ আহ্বান করা, ডাকা, প্রার্থনা করা ইত্যাদি। ইসলামি বিধানে ‘দোয়া উপাসনার সারাংশ’ বিশেষ। আর আল্লাহ তায়ালা কোরানে কারিমে বলেছেন, ‘আমায় ডাকো; আমি উত্তর দেব (তোমাদের প্রার্থনার)।’ এই আয়াতের আলোকে মুসলমানরা সব ধরনের প্রয়োজনে আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন। তবে সব দোয়া সমানভাবে কবুল হয় না। কিছু কিছু দোয়া আছে বিলম্বে কবুল হয়; আবার অনেক দোয়া কবুল হয় না। তবে কিছু দোয়া এমন আছে যা সরাসরি কবুল হয়ে যায়; এতে কোনো প্রতিবন্ধকতা থাকে না।






ইসলামের বিধানে আল্লাহ তায়ালা যেসব ব্যক্তির দোয়া দ্রুত কবুল করেন তারা হলেন অতি নিগৃহীত পেরেশান ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, মাতা-পিতার দোয়া সন্তানের জন্য সন্তান ভালো হোক বা মন্দ, ন্যায়পরায়ণ বাদশাহ ও বিচারকের দোয়া, আদর্শপরায়ণ ও সৎলোকের দোয়া (অবশ্য সম্পর্ক ছিন্ন বা কোনো পাপের কাজে জড়ানো থেকে মুক্ত হতে হবে), উত্তম চরিত্রবান ও আদর্শ সন্তানের দোয়া মাতা-পিতার জন্য, মুসাফিরের দোয়া সে দোয়া চাই নিজের জন্যই হোক বা অন্য কারো জন্য, এক মুসলমানের দোয়া আরেক মুসলমানের জন্য তার অনুপস্থিতিতে, ইফতারের সময় রোজাদারের দোয়া, তওবাকারীর দোয়া, রাতের বেলায় নিদ্রা থেকে জেগে যে ব্যক্তি এই দোয়া পাঠ করে, ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা- শারিকালাহু লাহুল মুলকু ওয়া-লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদির। আলহামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহি, আল্লাহুম্মাগফিরলি’ অথবা অন্য যেকোনো দোয়া।






এই শ্রেণির লোক ছাড়াও আল্লাহ তায়ালা আরো যাদের দোয়া দ্রুত কবুল করেন, তারা হলেন যে ব্যক্তি ‘ইয়া জালজালালি ওয়াল ইকরাম’ বলে দোয়া করেন, যে ব্যক্তি ‘ইয়া আরহামার রাহিমীন’ বলে দোয়া করেন, যে ব্যক্তি তিনবার জান্নাত চেয়ে দোয়া করেন, তার জন্য জান্নাত আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে এই বলে যে, ‘হে আল্লাহ, আমার মাঝে তাকে একটু স্থান করে দাও’, যে ব্যক্তি দোযখের আগুন থেকে তিনবার মুক্তি চায় তার জন্য দোযখ আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে এই বলে যে, ‘হে আল্লাহ, তাকে আমার এই ভয়াবহ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো না’, হজ পালনকারীরা হজের পুণ্যময় আহকাম পালন শেষে যতক্ষণ বাড়ি প্রত্যাবর্তন না করেন, ততক্ষণ তাদের দোয়া কবুল হতে থাকে, যে ব্যক্তি নিজের প্রয়োজনে নিম্নোক্ত দোয়া পাঠ করে, ‘লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জোয়ালিমীন’ এবং যে ব্যক্তি গোটা বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনা করে দৈনন্দিন ইস্তিগফার পাঠ করে, তার দোয়াও নিশ্চিত কবুল করা হয়।






(ঢাকাটাইমস/১১এপ্রিল/জেবি)