বৈশাখের সাজ
ঢাকাটাইমস ডেস্ক
১৩ এপ্রিল, ২০১৬ ১৪:৫০:০৪

ঢাকা: রাত পোহালেই বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। রান্নাবান্না, অতিথি আপ্যায়ন এসব কিছু তো আছেই। তবে বিশেষ দিনে নিজেকে সাজানোর বিশেষ প্রস্তুতি থাকে সকলের মধ্যে।
যেহেতু বৈশাখী সাজ, সেজন্য অবশ্যই সাজের মধ্যে বাঙালিয়ানা ভাব ফুটিয়ে তুলতে হবে। চুল সাজের প্রধান আকর্ষণ। এর সঙ্গে বিভিন্ন ফুলের ব্যবহার আপনাকে দিতে পারে প্রাকৃতিক সাজের অনুভূতি। বৈশাখী চুলের সাজে খোঁপা, বেণি সবার আগে প্রাধান্য পেয়ে থাকে। বিশেষ করে এ দিনটিতে মেয়েদের চুলের বেণির সাজে তাদের বেশি আকর্ষণীয় করে তোলে। আবার এসব ক্ষেত্রেও রয়েছে অসংখ্য সাজ। বিভিন্ন ঢঙের বেণিতে বৈশাখী আমেজ দিতে অবশ্যই ফুলের ব্যবহার আনা যেতে পারে। তবে সে ক্ষেত্রেও ফুলের ব্যবহার বয়সভিত্তিক হওয়া উচিত।
তবে সাজে আরেকটু রুচিশীল হতে চাইলে ফুলের তৈরি বিভিন্ন গহনা চুলের সাজের অনুষঙ্গ হিসেবে আসতে পারে। সে ক্ষেত্রে ফুল দিয়ে টিকলি করে, গলার মালা করে বা কানের দুলের সঙ্গে জড়িয়ে ফুলকে গয়না হিসেবে ব্যবহার করা যেতে পারে।
বৈশাখে মেয়েদের সাজের বিশেষ অংশজুড়ে থাকবে শাড়ির ব্যবহার। শাড়ির সঙ্গে যারা চুল ছেড়ে রাখতে চান তারা চুলকে ফুলের ছোঁয়ায় সাজিয়ে রাখতে পারেন। আর এসব চুল সাজে ফুলের ব্যবহারে আনতে পারেন গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, বেলি ছাড়াও বিদেশি বিভিন্ন ফুলের সমাহার। কাপড়ের রঙের সঙ্গে মিলিয়ে বা খোঁপা ও বেণির ওপর নির্ভর করেই নিজেকে সাজিয়ে নিতে পারেন এসব ফুলের স্পর্শে। যা আপনাকে নতুন দিনের পরিবেশে আরও ফুটিয়ে তুলবে।
(ঢাকাটাইমস/১৩এপ্রিল/জেএস)