logo ১৫ জুলাই ২০২৫
৮২ শতাংশই ফেসবুকে মিথ্যা বলে
ঢাকাটাইমস ডেস্ক
১৩ এপ্রিল, ২০১৬ ১৮:৫৩:২৩
image



ঢাকা: সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত ব্যাপক হারে বেড়েই চলছে। ২০১৬ সালের মার্চ মাসের তথ্য অনুযায়ী বিশ্বে শুধু ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১.৫৯ বিলিয়ন। ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া এখন  অনেকের জন্য আলাদা দুনিয়া। প্রতিদিনের অধিকাংশ সময় তারা কাটাচ্ছে ফেসবুকে। চলছে বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ।






কেউ কেউ প্রাতিষ্ঠানিক বা ব্যবসায়িক কাজেও ব্যবহার করছেন সোশ্যাল মিডিয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল এই দুনিয়ার সঙ্গে কি বাস্তব জীবনের পুরোপুরি মিল কি আছে? সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, মাত্র ১৮ শতাংশ ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে সত্যিকারভাবে নিজেদের মেলে ধরে। অর্থাৎ তারা বাস্তব জীবনে যেমন সোশ্যাল মিডিয়াতেও তেমন।






সম্প্রতি দুই হাজার ব্রিটিশ নাগরিকের ওপর এই জরিপ চালানো হয়। জরিপে মাত্র ১৮ শতাংশ স্বীকার করেছেন, সোশ্যাল মিডিয়াতে তারা নিজেদের সঠিকভাবে উপস্থাপন করে। আর বিপুলসংখ্যক মানুষ শুধু কনটেন্টই পোস্ট করে। যা তাদের পরিবার এবং বন্ধুদের মাঝে আরও বেশি মজার করে তোলে। জরিপে আরও বলা হয়, সোশ্যাল মিডিয়াতে নারীদের তুলনায় পুরুষদের প্রোফাইলে মিথ্যা তথ্য থাকে বেশি।






প্রায় ৪৩ শতাংশ পুরুষ স্বীকার করেছেন, সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে তাদের যেসব তথ্য দেয়া থাকে বাস্তব জীবনের সঙ্গে অধিকাংশ তথ্যে মিল নেই। তবে প্রায় এক তৃতীয়াংশ ব্যক্তি স্বীকার করছেন, ফেসুবক বা টুইটার প্রোফাইলে তারা যেসব তথ্য দিয়েছেন প্রায় সঠিক। প্রায় ১৪ শতাংশ স্বীকার করেছেন, তারা বাস্তব জীবনের চেয়ে সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ।






‘কাস্টার্ড’ নামে একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি জরিপটি পরিচালনা করে। জরিপে আরও বলা হয়, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ব্রিটিশদের বিরক্তির বিশাল একটা কারণ হচ্ছে অন্য ব্যবহারকারীরা যখন ‘মনোযোগ আকর্ষণের’ স্ট্যাটাস দেয়। প্রায় ৪২ শতাংশ মনে করেন ‘শিশু এবং সঙ্গীদের’ নিয়ে প্রবল উদ্বেলিত স্ট্যাটাস বা অন্যদের সম্পর্কে রহস্যপূর্ণ অভিযোগ সবচেয়ে বিরক্তিকর। দ্বিতীয় সর্বোচ্চ বিরক্তির কারণ হচ্ছে, অতিরিক্ত সেলফি পোস্ট করা। ৪০ শতাংশ ব্যক্তি তাই মনে করেন। এক চতুর্থাংশ ব্রিটিশ মনে করেন, রাজনীতি, ধর্ম এবং যৌন বৈষম্যপূর্ণ স্ট্যাটাস দিলে বিতর্ক বা সমস্যার মুখোমুখি হতে হয় বেশি।






(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এসআই/এমআর)