হোটেলের খাবারের মধ্যে কনডম!
ঢাকাটাইমস ডেস্ক
১৭ এপ্রিল, ২০১৬ ১৮:০৪:৪৩
ঢাকা: অনলাইনে খাবারের অর্ডার দিয়েছিলেন এক নারী। কিন্তু সেই খাবারের মধ্যে মিলল কনডম। ঘটনাটি ঘটেছে ভারতের জামশেদপুরে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এক নারী অনলাইনে অর্ডার দিয়েছিলেন চিলি পনির। সেই নারীর কাছে যখন অর্ডার এসে পৌঁছল, তখন তো তিনি সেই অর্ডার খুলে যা দেখলেন, তাতে তার চক্ষু ছানাবড়া। চিলি পনিরেরর মধ্যে সেই নারীর কাছে এসে পৌঁছল কনডমের বাক্স। সেই নারী আবার টাটা স্টিলের কর্মী। গ্রেভিকার্ট ডট কমের মাধ্যমে সেই নারী অনলাইনে খাবারের অর্ডার দিয়েছিলেন। ধোসা হাট রেস্তোরাঁ থেকে যখন সেই নারীর কাছে খাবারের অর্ডার এসে পৌঁছল, তখন সেই নারী পার্সেল খুলে দেখেন চিলি পনিরের মধ্যে তার কাছে এসেছে কনডম।
ওই নারী প্রবল ক্ষোভে বলছেন, ‘চিলি পনিরের পার্সেলটা যেই মুহূর্তে খুলেছি, তখনই দেখি ওই প্যাকেটের মধ্যে রয়েছে কনডম। এরকম ঘটনাও ঘটে!’ পনিরের বদলে সেই বিশেষ জিনিসটি হাতে পাওয়ার পরে ডেলিভারি বয়কে ফেরত দিয়ে দিতে চেয়েছিলেন ওই নারী। কিন্তু ছেলেটি তা নিতে চায়নি। ডেলিভারি বয়ের অভিযোগ, ওই নারী আদ্ধেক খেয়েছেন সেই চিলি পনির।
(ঢাকাটাইমস/১৭এপ্রিল/জেডএ)