চীনা শিশুর কাণ্ড! দেখুন ভিডিও
ঢাকাটাইমস ডেস্ক
১৭ এপ্রিল, ২০১৬ ২৩:২৩:২২
ঢাকা: চীনা শিশুটির বয়স বড়জোড় বয়স তিনেক হবে। দাদীর ভীষণ ভক্ত। তার দাদী চীনের এক শহরের ফুটপাতে ফলমূল বিক্রি করে। এই ছোট্ট বয়সেই সে সংবাদের শিরোনাম হয়েছে তার মারাত্মক সাহসী আচরণের কারণে। সম্প্রতি তার একটি ভিডিও চীনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আকারে ছড়িয়ে পড়েছে।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ছোট্ট শিশুটি স্টিলের পাইপ হাতে চেঙ্গুয়ানদের(নাগরিক আইনশৃঙ্খলা বাহিনী) ধমকাচ্ছে। চেঙ্গুয়ানদের কাজ হচ্ছে চীনের ফুটপাত থেকে অবৈধ দোকানদারদের সরিয়ে দেয়া। শিশুটির উচ্চতার চেয়ে বড় পাইপটি নিয়ে সে চেঙ্গুয়ানদের দিকে তেড়ে যাচ্ছে। আর চিৎকার করে বলছে, আমার দাদীকে ছুঁবে না। দূরে যাও।
শিশুটির আচরণ দেখে উপস্থিত সবাই অবাক। তারা হাসাহাসি করছে। কেউ কেউ তার সাহসের প্রশংসাও করেছে। ৩৮ সেকেন্ডের ভিডিওটি চীনা ব্লগিং সাইট ‘ওয়েবু’তে পোস্ট করা হয়। হাজার হাজার মানুষ তার এই ভিডিও দেখেছে। অনেকে মন্তব্য করেছেন, এই ছেলে বড় হয়ে কিছু একটা হবে।
(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এসআই/জেডএ)