logo ১৪ জুলাই ২০২৫
ভয়ঙ্কর অপরাধীর শুক্রানুতে গর্ভবতী ৩৬ নারী এবং...
ঢাকাটাইমস ডেস্ক
১৭ এপ্রিল, ২০১৬ ১৯:১৫:৫৭
image



ঢাকা: সাজাপ্রাপ্ত ভয়ঙ্কর অপরাধী ও একাধিক মানসিক সমস্যায় আক্রান্ত এক ব্যক্তির শুক্রাণু নিয়ে ব্রিটেন-কানাড-যুক্তরাষ্ট্রের ৩৬ নারীর গর্ভবতী হওয়ার ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে।একজন ভয়ঙ্গর অপরাধীর শুক্রানু অন্যের কাছে বিক্রির অভিযোগে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি স্পার্ম ব্যাংক এবং এর পরিবেশকের বিরুদ্ধে কানাডার একটি আদালতে মামলা হওয়ার পর এ নিয়ে হৈচৈ পড়ে যায়।






গত দশকে ব্রিটেন, কানাডা এবং যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৩৬ জন নারী ওই ব্যক্তির শুক্রাণু নিয়ে গর্ভধারণ করেন।






আইনজীবী জেমস ফায়ারম্যান এএফপিকে বলেন, এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। এসব দম্পতি সন্তানের জন্য ঐ প্রতিষ্ঠানের সাহায্য চেয়েছিল।বিশ্বাস করেই তারা এসব প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছিল। তাদের সরলতার সুযোগ নিয়েছে প্রতিষ্ঠানগুলো, যা কোনো ভাবেই কাম্য নয়।






যুক্তরাষ্ট্রের জর্জিয়ার জাইটেক্স কর্পোরেশন এবং কানাডার অন্টারিও আউটরিচ হেলথ সার্ভিসের বিরুদ্ধে পরিবারগুলো চলতি সপ্তাহে এই অভিযোগ আনেন।






এই ঘটনার জন্য মামলার বাদীরা ১৫ মিলিয়ন কানাডিয়ান ডলার(৯১ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার টাকা) ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে তাদের অভিযোগের কোনটিই আদালতে প্রমাণিত হয়নি এখনো।






পরিবারগুলোর অভিযোগ, কোম্পানি শুক্রাণু দাতার আইকিউ সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছে। কোম্পানির তরফ থেকে লোকটি সম্পর্কে বলা হয়েছিল, লোকটি যথেষ্ট স্বাস্থ্যবান এবং তিনি নিউরোসায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পিএইচডি করছেন।






ওই ব্যক্তির দেয়া শুক্রাণুতে প্রতিটি পরিবারেই একটি করে সন্তান রয়েছে।পরিবারগুলো লোকটির সত্যিকারের পরিচয় জানতে পারে যখন জাইটেক্স অসাবধানতাবশত লোকটির সঙ্গে যোগাযোগের তথ্যসহ তাদেরকে একটি মেইল করে।






ইন্টারনেটে ঘেঁটে এবং খোঁজ নিয়ে পরিবারগুলো জানতে পারেন, ৩৯ বছর বয়সী ক্রিস আজেলিস জর্জিয়ায় বসবাস করেন। ক্রিস সিজোফ্রেনিয়াসহ বিভিন্ন ধরনের মানসিক সমস্যা যেমন, নার্সিসিটিক পার্সোনালিটি ডিজঅর্ডার, ড্রাগ ইনডিউসড সাইকোটিক ডিজঅর্ডার এবং গ্রানডিওজ ডিল্যুশন রয়েছে। তাছাড়া, সে চুরি এবং অন্যান্য অপরাধের জন্য জেল খেটেছে। ২০ বছর আগে ক্রিস আজেলিস বিশ্ববিদ্যালয় থেকে ছিটকে পড়েন। গত বৎসর তিনি পড়াশুনায় ফিরেন এবং স্নাতক সম্পন্ন করেন।    






পরিবারগুলোর দাবি, ২০১৪ সালে ওই ব্যক্তি সম্পর্কে কোম্পানিকে এসব অবহিত করার পরও তারা ওই লোকটির শুক্রাণু বিক্রি অব্যাহত রাখে। 






(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এসআই)