logo ১২ জুলাই ২০২৫
এবার বিশ্ব দেখবে বুধের সরণ
ঢাকাটাইমস ডেস্ক
০৭ মে, ২০১৬ ১২:৩২:১৬
image



ঢাকা: আগামী সোমবার ৯ মে বিকালে অস্তাচলগামী সূর্যের দিকে টেলিস্কোপ তাক করলে দেখা যাবে দুর্লভ এক দৃশ্য। পৃথিবীর কেন্দ্রস্থল থেকে বুধের সরণ, যা সর্বশেষ হয়েছিল ২০০৬ সালের ৬ নভেম্বর।






জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সূর্যের মুখে কালো তিলের মতো গজিয়ে ওঠা বস্তুটি আদতে সৌরজগতের খুদে সদস্য বুধগ্রহ। এই মহাজাগতিক কাণ্ডটির নাম সূর্যের উপরে বুধের সরণ।






জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, বাংলাদেশ সময় বিকাল ৪টা ১০ নাগাদ এটি ঘটবে। স্থানভেদে এর স্থায়িত্বে তারতম্য দেখা যাবে। প্রায় ঘণ্টা খানেক থাকবে এর স্থায়িত্ব। পুরো সরণ-পর্বের সাক্ষী থাকবে উত্তর আমেরিকার পূর্ব প্রান্ত, লাতিন আমেরিকার উত্তরাংশ উত্তর-পশ্চিম আফ্রিকা, পশ্চিম ইউরোপ ও উত্তর আটলান্টিক।






সৌরজগতের অবস্থান মোতাবেক পৃথিবী রয়েছে তিন নম্বর কক্ষে। তার আগে বুধ ও শুক্র। তাই শুধু বুধ নয়, সূর্যের উপর দিয়ে শুক্রের সরণও পৃথিবী থেকে দেখা যায়। বুধের সরণ ঘটে প্রতি একশো বছরে ১৩-১৪ বার। শুক্রেরটা আরও বিরল। ক্রমান্বয়ে তা ঘটে ৮ বছর, ১০৫ বছর, ৮ বছর ও ১২১ বছর অন্তর। শেষ বার হয়েছে ২০১২ সালে। জ্যোতির্বিজ্ঞানের হিসেবে আবার হবে ২১১৭ সালে।






জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সূর্যগ্রহণের নেপথ্যে যে জ্যামিতিক কারণ, সরণের ক্ষেত্রেও তাই। অর্থাৎ, সূর্য ও পৃথিবীর মাঝে একটি সরলরেখা বরাবর কোনও গ্রহ বা উপগ্রহের উপস্থিতি।






বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তুলনায় কম। ফলে সূর্য ও পৃথিবীর মাঝামাঝি চাঁদ এলে জ্যামিতিক কারণেই সূর্যকে চাঁদের আড়ালে চলে যেতে হয়। আবার পৃথিবী থেকে বুধ ও শুক্রের দূরত্ব অনেক বেশি। তাই এক সরলরেখায় এলে তাদের দেখায় সূর্যের বুকে কালো বিন্দুর মতো। এ হেন দৃশ্য দেখতে হলে কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। বিকেলের সূর্যের দিকেও খালি চোখে তাকানো উচিত নয়। তাতে চোখের ক্ষতি হওয়ার সমূহ আশঙ্কা থেকে যায়। ওই দৃশ্য দেখতে হলে টেলিস্কোপে সোলার ফিল্টার লাগিয়ে দেখা যেতে পারে। তার চেয়েও ভাল, টেলিস্কোপের সাহায্যে সাদা পর্দায় প্রতিবিম্ব তৈরি করা।






(ঢাকাটাইমস/৭মে/জেএস)