logo ১২ জুলাই ২০২৫
প্রসবকালীন অর্গাজম হয় ৬ শতাংশ নারীর
ঢাকাটাইমস ডেস্ক
০৭ মে, ২০১৬ ২২:৪২:১৫
image



ঢাকা: স্বাভাবিকভাবে সন্তান জন্মদানের কী পরিমাণ কষ্ট তা একমাত্র জন্মদাত্রী মা-ই ভালো বলতে পারবেন। এই কষ্টের অনুভূতি অন্য কারো পক্ষে বুঝা সম্ভব নয়। অধিকাংশ মায়েদের ক্ষেত্রে সন্তান জন্মদানের বিষয়টি হচ্ছে, কঠিন, দীর্ঘায়িত, শ্রমসাধ্য এবং ব্যথাতুর একটি অভিজ্ঞতা। তবে সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, ব্যথাতুর এই অভিজ্ঞতার বিপরীত প্রভাব ফেলতেও পারে কোনো কোনো মায়ের ক্ষেত্রে।  






জরিপে বলা হয়েছে, ছয় শতাংশ মা স্বীকার করেছেন, সন্তান জন্মাদানের সময় তারা ‘অর্গাজম’ এর স্বাদ পেয়েছেন। চিকিৎসা গবেষক এবং ধাত্রীরাও বলেছেন কিছু নারীর ক্ষেত্রে তারা এমনটি হতে দেখেছেন। 






গবেষণায় বলা হয়েছে, অর্গাজম এবং বেদনাদায়ক উভয় অনুভূতির ক্ষেত্রে মস্তিষ্কের অ্যানটেরিওর সিনগুলেট করটেক্স এবং ইনসুল অংশ দুইটি সক্রিয় হয়। অর্গাজম এবং জন্মদানের সুনির্দিষ্ট যোগসূত্রের বিষয়টি গবেষকদের কাছে এখনো বিবাদের বিষয়।






২০১৩ সালে সেক্সোলজিস জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছিল, সন্তান জন্মদানের সময় ০.৩ শতাংশ নারীর অর্গাজম হয়। আর সাম্প্রতিক এই গবেষণায় এর পরিমাণ বেড়ে দাঁড়ায় ৬ শতাংশে। এখন অধিকাংশ নারী এই ব্যাপারে মুখ খুলছেন। আর গবেষকরাও ভিন্ন পদ্ধতি অনুসরণ করছেন। 






যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ও গবেষক ব্যারি কোমিসারুক বলেন, এটি জন্মপথকে উত্তেজিত করে। তাছাড়া, সার্ভিক্স, যৌনি, ভগাঙ্কুর এবং জরায়ু সঙ্কোচনকে উদ্দীপ্ত করে। অনেক নারী বলেছেন, যৌন অর্গাজমের সময় জরায়ু সঙ্কোচনের অনুভূতি আনন্দদায়ক হয়। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।   






(ঢাকাটাইমস/৭মে/এসআই)