logo ১১ জুলাই ২০২৫
উত্তর না দক্ষিণ, কোন দিকে ঘুমাবেন?
ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
০৯ মে, ২০১৬ ২০:০০:২৮
image



ঢাকা: উত্তর-দক্ষিণ। না পুর্ব-পশ্চিম। কোন দিকে মাথা রেখে ঘুমাবেন? এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। আছে কুসংস্কারও।






উত্তর দিকে মাথা রেখে ঘুমোতে নেই। এ কথা প্রবীণরা বহু আগে থেকে বলে আসছেন। অনেকেই শুনে থাকবেন হয়তো। কেউ এটাকে কুসংস্কার বলেও উড়িয়ে দিচ্ছেন।






বিজ্ঞানীরা স্পষ্টই বলছেন, বাড়ির প্রবীণারা যা বলেছেন, তা সঠিক। তার বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। কেন? পৃথিবীর উত্তর এবং দক্ষিণে দু’টি চৌম্বক ক্ষেত্র রয়েছে। তার পজিটিভ এবং নেগেটিভ প্রভাবও রয়েছে। পজিটিভ এফেক্ট রয়েছে উত্তর দিকে, দক্ষিণে নেগেটিভ।






সমান্তরালভাবে চৌম্বক ক্ষেত্র রয়েছে মানবদেহেও। মাথা বা উত্তরে পজিটিভ ক্ষেত্র, পায়ের দিকে বা দক্ষিণে নেগেটিভ ক্ষেত্র। চুম্বকের ধর্ম মেনে পজিটিভ পোলগুলি পরস্পরকে প্রতিরোধ করে। বিপরীত পোল একে অপরকে আকর্ষণ করে। ঠিক এই কারণেই উত্তর দিকে মাথা রেখে ঘুমোতে নেই। দক্ষিণ দিকে মাথা রেখে তা-ও ঘুমানো যায়।






কিন্তু সব থেকে ভাল হল পূর্ব দিকে মাথা রেখে ঘুমনো। দক্ষিণে মাথা রেখে শুলে শরীর তরজাতা থাকবে।






বিজ্ঞানীরা স্পষ্টই বলছেন, বাড়ির প্রবীণারা যা বলেছেন, তা সঠিক। তার বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। কেন? পৃথিবীর উত্তর এবং দক্ষিণে দু’টি চৌম্বক ক্ষেত্র রয়েছে। তার পজিটিভ এবং নেগেটিভ প্রভাবও রয়েছে। পজিটিভ এফেক্ট রয়েছে উত্তর দিকে, দক্ষিণে নেগেটিভ।






সমান্তরালভাবে চৌম্বক ক্ষেত্র রয়েছে মানবদেহেও। মাথা বা উত্তরে পজিটিভ ক্ষেত্র, পায়ের দিকে বা দক্ষিণে নেগেটিভ ক্ষেত্র। চুম্বকের ধর্ম মেনে পজিটিভ পোলগুলি পরস্পরকে প্রতিরোধ করে। বিপরীত পোল একে অপরকে আকর্ষণ করে। ঠিক এই কারণেই উত্তর দিকে মাথা রেখে ঘুমোতে নেই। দক্ষিণ দিকে মাথা রেখে তা-ও ঘুমনো যায়। কিন্তু সবথেকে ভাল হল পূর্ব দিকে মাথা রেখে ঘুমনো। দক্ষিণে মাথা রেখে শুলে শরীর তরজাতা থাকবে।






ঢাকাটাইমস/৯মে/এজেড