সেলিনা হোসেনের চুক্তির মেয়াদ বাড়লো
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১৮ মে, ২০১৬ ২১:২৭:১২

ঢাকা: খ্যাতিমান কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে আরও দুই বছরের জন্য বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিশু একাডেমির অধ্যাদেশ ১৯৭৬ এর ৭ ধারা অনুসারে কথা সাহিত্যিক বেগম সেলিনা হোসেনকে ১২মে অথবা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। এর আগে একই পদে ২০১৪ সালের ২৩ এপ্রিল সেলিনা হোসেনকে চুক্তিভিত্তিক দুই বছরের জন্য নিয়োগ দিয়ে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
এছাড়া অন্য প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আনোয়ার হোসেনকে বাংলা একাডেমীর সচিব করা হয়েছে।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত ওএসডি কর্মকর্তা (যুগ্মসচিব) আওলাদ হোসেনকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদোন্নতির অব্যবহিত পূর্বের পদে নিয়োগ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে সংযুক্তি করা হয়েছে।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত ওএসডি কর্মকর্তা (যুগ্মসচিব) মো. আমিনুল ইসলাম ও মো. শাহজাহান মিয়াকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্তি করা হয়েছে।
এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদেরের একান্ত সচিব হিসেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শফিকুল করিমকে নিয়োগ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৮মে/এইচআর/এমআর)