ছয় জেলায় নতুন এডিসি নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ মে, ২০১৬ ২১:০৫:১৭
ঢাকা: প্রশাসনে ছয় কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন ও বদলি করা হয়েছে।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বাগেরহাট জেলার কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহাবুবুর রশীদকে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন ও বদলি করা হয়।
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার ইমামকে নীলফামারীতে, ঝিনাইদহ জেলার কোর্টচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অভিজিৎ রায়কে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ানকে ফেনী জেলায় একই পদে বদলি করা হয়।
সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়।
(ঢাকাটাইমস/৯মে/এইচআর/মোআ)