ডিএমপির ছয় এডিসি ও চার এসি পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ মে, ২০১৬ ১৭:৫৯:৫০
ঢাকা: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ছয়জন এবং সহকারী পুলিশ কমিশনার চার কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। গতকাল শনিবার উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। খবর ডিএমপি নিউজ।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফাতিহা ইয়াসমিনকে প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুনন্দা রায়কে কাউন্টার টেরোরিজমে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেল পিপিএমকে (সেবা) গোয়েন্দা-পশ্চিমে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তারেক আহমেদকে ওয়ারী বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আফরুজুল হক টুটুলকে অপারেশনসে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাহেদ মিয়াকে গুলশান বিভাগে বদলি করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার মো. রেজাউর রহমানকে দক্ষিণখান জোনে, সহকারী পুলিশ কমিশনার মো. কামরুল ইসলামকে শ্যামপুর জোনে, সহকারী পুলিশ কমিশনার আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহকে বাড্ডা জোনে ও সহকারী পুলিশ কমিশনার এফ.এম. ফয়সালকে পেট্রোল-মিরপুরে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৮মে/এইচআর/জেবি)