প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক ঢাকাটাইমস
০৮ মে, ২০১৬ ১৯:৩৯:০৮

ঢাকা: প্রশাসনে সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আরও বেশ কিছু রদবদল আনা হয়েছে।আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদের মধ্যে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার তানভীর মোহাম্মদ আজিমকে উপজেলা নির্বাহী অফিসার পদে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারে কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী কমিশনার বেগম খালেদা নাছরিনকে উপজেলা নির্বাহী অফিসার পদে ময়মনসিংহে বিভাগীয় কমিশনারে কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
কুমিল্লা সদর উপজেলা নির্বাহী অফিসার বেগম লুৎফুন নাহারকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-৩ অধিশাখায়, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার বেগম মাসরুবা ফেরদৌসকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বেগম রুমানা তানজিন অন্তরা, লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার বেগম রোজিনা আক্তারকে ঢাকা বিভাগে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব ক্যাডার বহির্ভূত আবদুল মতলেব হাওলাদারকে সহকারী সচিব পদে জনপ্রাসন মন্ত্রণালয়ে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসানকে মন্ত্রিপরিষদ বিভাগে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় এবং ব্রাক্ষণবাড়িয়া সরদ উপজেলার সহকারী কমিশনার মুহাম্মদ হাসনাত মোরশেদ ভুইয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে নিয়োগপূর্বক সরকারি যানবাহন অধিদপ্তরে সংযুক্ত করা হয়।
(ঢাকাটাইমস/৮মে/এইচআর/এআর/ঘ.)