ভারমুক্ত হলেন দুই সচিব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ মে, ২০১৬ ১৭:০৩:৫৭
ঢাকা: ভারপ্রাপ্ত সচিব থেকে সচিব হলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবু মো. মোস্তফা কামাল এবং পরিকল্পনা কমিশনের সদস্য আহমেদ হোসেন খান।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় দুদকের সচিব হিসেবে নিয়োগের জন্য আবু মো. মোস্তফা কামালের চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়। আজ তাকে দুদকের সচিব করা হয়েছে।
এদিকে পরিকল্পনা কমিশনের সদস্য (ভারপ্রাপ্ত সচিব) আহমেদ হোসেন খানকে সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/৮মে/এইচআর/জেবি/মোআ)