logo ২১ এপ্রিল ২০২৫
শপথ নিলেন পিএসসির চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ মে, ২০১৬ ১৩:৪৩:২১
image



ঢাকা: সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ সাদিক। আজ সোমবার বিকালে সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারকরা উপস্থিত ছিলেন।






গত ২৫ এপ্রিল সাদিককে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি ইকরাম আহমেদের স্থলাভিষিক্ত হন। ইকরাম আহমেদের চাকরির মেয়াদ গত ১৩ এপ্রিল শেষ হয়েছে। 






অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকার সময় ২০১৪ সালের ২৭ অক্টোবর পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সাদিক। এর আগে শিক্ষা মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন সাদিক। ১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের কর্মকর্তা সাদিক ১৯৫৫ সালের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন।






(ঢাকাটাইমস/০২মে/জেবি)