logo ২৬ আগস্ট ২০২৫
আলফাডাঙ্গার ইউএনও ইনোভেশন সার্কেলে সেরা
আলফাডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
৩০ এপ্রিল, ২০১৬ ২১:০৪:০২
image




আলফাডাঙ্গা: ঢাকা বিভাগীয় ইনোভেশন সার্কেলের আওতায় সেরা উদ্ভাবনী পাইলট উদ্যোগ বিভাগে প্রথম হয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের। ঢাকার ছয়টি জেলার মধ্যে তিনি সেরা নির্বাচিত হয়েছেন।



শনিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ে ঢাকা বিভাগীয় ইনোভেশন সার্কেলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সেরা উদ্ভাবনী বিভাগে সেরাদের নাম ঘোষণা করা হয়। এতে দ্বিতীয় হয়েছেন রাজবাড়ী জেলার অতিরিক্ত প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মো. আশরাফ হোসেন এবং তৃতীয় হয়েছেন শরীয়তপুর জেলার অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) মো. ভিখারুদ্দৌলা চৌধুরী। গত মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মকর্তাদের সাক্ষাৎকার নেয়া হয়।



তৃণমূল পর্যায়ে সব ধরনের সেবা কম সময়ে এবং কম অর্থ ব্যয়ে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার চেষ্টা করছে সরকার। এই উদ্যোগের নাম ইনোভেশন সার্কেল। মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই কর্মসূচির সহায়তায় সার্কেলটি আয়োজন করা হয়। এতে অংশ নেয়া ছয় জেলা হল- ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, গোপালগঞ্জ এবং মুন্সীগঞ্জ।  



ঢাকার বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, মন্ত্রিপরিষদের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান। এছাড়া আরও ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, মৎস অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. মফিজুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির।



সভায় মুন্সীগঞ্জ জেলার প্রাশাসক মো. সাইফুল হাসান বাদল, রাজবাড়ী জেলার প্রশাসক জিনাত আরা, মাদারীপুর জেলার প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, শরীয়তপুর জেলার প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানসহ ছয়টি জেলার অন্তত ১০০ জন কর্মকর্তা অংশ নেন।



(ঢাকাটাইমস/ ৩০ এপ্রিল/প্রতিনিধি/এইচএফ)