কালচারাল অফিসার-সহকারী পরিচালক পদ সৃষ্টির সুপারিশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ মে, ২০১৬ ২১:২১:৪৩

ঢাকা: উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একজন করে কালচারাল অফিসার ও সহকারী পরিচালকের নতুন পদ সৃষ্টির সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
আজ বুধবার সংসদ ভবনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি)সভাপতিত্বে বৈঠকে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিগত সপ্তম হতে নবম বৈঠক পর্যন্ত গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে জানানো হয়, উপজেলা পর্যায়ে সার্বিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একজন করে কালচারাল অফিসার, সহকারী পরিচালকসহ মোট ৫২১৩টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রনালয় কর্তৃক নির্ধারিত ছকে মন্ত্রণালয়ে পাওয়া গিয়েছে। বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এগুলো দ্রুত বাস্তবায়ন করার সুপারিশ করা হয় বৈঠকে।
জেলা পর্যায়ে শিল্পকলা একাডেমীর কার্যক্রম সূচারুরূপে পরিচালনার জন্য একটি করে মাইক্রোবাস সরবরাহের প্রক্রিয়া ত্বরান্বিত করার সুপারিশ করা হয়।
রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলায় অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট পরিচালনার জন্য একটি যুগোপযোগী প্রবিধানমালা চূড়ান্ত করার কাজ দ্রুত সমাপ্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয় বৈঠকে।
(ঢাকাটাইমস/৪মে/এইচআর/মোআ)