বঙ্গবন্ধুর সমাধিতে পিএসসি চেয়ারম্যানের শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
০৬ মে, ২০১৬ ১৯:২১:০০
গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক শ্রদ্ধা জানিয়েছেন।
আজ শুক্রবার বিকালে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। তিনি পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অংশ নেন। এ সময়ে পিএসসি’র সচিব নুরুন্নবী তালুকদার বঙ্গবন্ধুর মাজারে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের সময়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পিএসসি’র সিনিয়র সহকারি সচিব খন্দকার নাজমুল হুদা শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাঈদ-উর-রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শফি উল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৬মে/জেবি)