logo ২১ এপ্রিল ২০২৫
১৪ যুগ্মসচিব এবং ১০ উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
০৯ মে, ২০১৬ ২০:০২:০৩
image



ঢাকা: প্রশাসনে ১৪ যুগ্মসচিব এবং ১০ উপসচিব পদে রদবদল আনা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






এছাড়া ব্যান্সন্ডকের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোজাম্মেল হককে ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার করা হয়েছে।






যুগ্মসচিব পদের কর্মকর্তারা হলেন,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরিচালক মো.আজিজুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে নিয়োগপূর্বক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংযুক্তি দেয়া হয়েছে।






ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক এ বি এম ফজলুর রহমানকে পরবর্তীতে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।






ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত থাকা বেগম সোহেলী শিরীন আহমেদকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে,






পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. তৌফিক আরিফকে মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে,বিদ্যুৎ বিভাগের seda’র সদস্য শেখ ফয়জুল আমিকে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব পদে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব ইরতিজা আহমেদ চৌধুরীকে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃক্তি প্রকল্পের (৩য় পর্যায়ে) প্রকল্প পরিচালক পদে,অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত থাকা যুগ্মসচিব বিকাশ চন্দ্র সিকদারকে মংলা বন্দর কর্তৃপক্ষের  সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা যুগ্মসচিব মো. আমিনুল ইসলামকে স্থানীয় সরকার বিভাগের income Support programme for  the poorest প্রকল্পের পরিচালক,






বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক এএন আহাম্মদ আলীকে জাতীয় নদী কমিশনের সচিব,






জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. কাওসার আলীকে বিদ্যুৎ বিভাগের sreda’র সদস্য,  






ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. এমদাদুল হককে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক পদে এবং সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল ইসলামকে বিআইডব্লিউটিসির পরিচালক করা হয়েছে।






এছাড়া উপ সচিবরা হলেন, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ডা: মো. নজরুল ইসলামকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে,






টেকসই ও নবায়নযোগ্য জ্বালানী উন্নয়ন কর্তৃপক্ষের (সেডা) পরিচালক মো. মাহবুবুর রহমানকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব,






জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা আরিফুর রহমান খানকে  প্রতিরক্ষা মন্ত্রণালয়ে,






বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলির আদেশাধীন উপসচিব হাফছা বেগমকে  মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে, অর্থ বিভাগের উপসচিব হুমায়রা বেগমকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে,






মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলির আদেশাধীন বেগম খেনচানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে,






সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন কায়সার আলমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে, স্থানীয় সরকার বিভাগের উপসচিব বেগম তাহমিনা আহমেদকে বেসাময়িক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মেরাজ হোসেনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এবং ভূমি মন্ত্রণালয়ের উপসচিব এস এম আবদুল কাদেরকে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডর ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয।






(ঢাকাটাইমস/৯মে/এইচআর/এআর /ঘ.)