ক্যাডেট কলেজ আইন চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ মে, ২০১৬ ১৮:২৫:০২
ঢাকা: ‘ক্যাডেট কলেজ আইন, ২০১৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে আইনটি অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ-সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রিপরিষদ-সচিব বলেন, “১৯৬৪ সালের অর্ডিন্যান্সের (অধ্যাদেশ) অধীনে ক্যাডেট কলেজগুলো চলছিল। ওই অধ্যাদেশটি পাকিস্তান শাসনামলের, এ ছাড়া আইনগুলো ইংরেজি থেকে বাংলা করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। অধ্যাদেশটি মূলত বাংলায় রূপান্তর করে নতুন আইনটি করা হয়েছে।”
দেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ-সচিব বলেন, কলেজগুলো পরিচালনায় দুটি কমিটি কাজ করে। একটি কেন্দ্রীয় পরিষদ, আরেকটি কলেজ পরিচালনা পরিষদ। এসব কিছুই প্রায় পুরোনো আইনের মতো রয়েছে।
মন্ত্রিপরিষদ-সচিব বলেন, বেসরকারি ক্যাডেট কলেজগুলো নিয়ন্ত্রণ করে শিক্ষা মন্ত্রণালয়। সেগুলো আগের নিয়মে চলবে। আর সরকার চাইলে সরকারিভাবে ক্যাডেট কলেজ করতে পারবে তা এ আইনে রয়েছে।
(ঢাকাটাইমস/৯মে/এইচআর/মোআ)