ছয় অতিরিক্ত সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ মে, ২০১৬ ১৮:৫৬:০১
ঢাকা: প্রশাসনে ছয় অতিরিক্ত সচিব পদে রদবদল আনা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. জিয়াউদ্দিন আহমেদকে বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক পদে বদলি করা হয়।
বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল হালিমকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক মোছলেহ উদ্দিনকে পাট অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।
পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেনকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কাজী রওশন আক্তারকে বিদ্যুৎ বিভাগে দেয়া হয়।
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রকিব হোসেনকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়।
(ঢাকাটাইমস/৯মে/এইচআর/এআর/ঘ.)