যুগ্মসচিব ও উপসচিব হলেন ১৪৪ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ মে, ২০১৬ ১২:১৪:৪১
ঢাকা: প্রশাসনে যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ে ১৪৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এরমধ্যে যুগ্মসচিব পদে ৭৩ জন এবং উপসচিব পদে ৭১জনকে পদোন্নতি দেয়া হয়েছে।
রবিবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।
যুগ্ম সচিব পদে ৭০ জন এর বিদেশে থাকা তিন কর্মকর্তাসহ মোট ৭৩ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। বর্তমান পদে প্রশাসনে কর্মকর্তা রয়েছে ৪৩৬জন যুগ্মসচিব তার সঙ্গে যোগ হলো ৭১ কর্মকর্তা সব মিলে প্রশাসনে যুগ্মসচিবের সংখ্যা দাড়ালো ৫০৭জন।
উপসচিব পদে ৭১ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। এর দেশে কর্মরত ৬২ জন এবং বিদেশে কর্মরত ৯জনকে পদোন্নতি দেয়া হয়েছে। বর্তমানে উপসচিব পদে রয়েছে ১২৯৬ জন কর্মকর্তা। তার পর আজ পদোন্নতি দেয়া হলো ৭১জনকে। এ নিয়ে প্রশাসনে উপসচিবের সংখ্যা দাড়ালো ১৩৬৭জন কর্মকর্তা।
গত সপ্তাহে জনপ্রশাসনের ৮৩ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়।
(ঢাকাটাইমস/১৫মে/এইচআর/জেডএ)